দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রণে-বনে-জলে তিনি দেখিয়েছেন তাঁর যোগ ব্যায়ামের কায়দা-কানুন। দেশ বিদেশের অগণিত মানুষ তাঁর ফ্যান। যোগভ্যাসের মধ্য দিয়ে রোগমুক্তির উপায় বাতলে দেওয়া বাবা রামদেব এবার ‘জঙ্গলে’ যদিও ঠিক জঙ্গলে নন বরং জঙ্গল শ্রেষ্ঠ হাতির পিঠে চড়ে যোগাভ্যাস দেখতে গেলেন! আর গজরাজ সেই ব্যপারটা ঠাওর করতে না পেরে যেই নড়েছেন অমনি হঠাৎই বামাল পতন যোগব্যায়াম শ্রেষ্ঠ বাবা রামদেবের।
যদিও বাবা রামদেব সবসময়ই তার ‘উদ্ভট’ কাজকর্মের জন্য বরাবর ভাইরাল সোসাল মিডিয়াতে। এবারেও হল তাই। সবই চলছিল ঠিকঠাক।কিন্তু হঠাৎই ধপাস! যোগব্যায়ামের তালিকায় ঘটল ছন্দপতন। দিব্যি তিনি যোগব্যায়াম করছিলেন হাতির পিঠে বসে। হাতির পিঠে বসে কীভাবে যোগাভ্যাস করতে হয়, তাই তিনি তাঁর শিষ্যদের শেখাচ্ছিলেন। কিন্তু হাতি এক-পা দু-পা করে নড়তে শুরু করলে অবশেষে বাবা রামদেব তাঁর ভারসাম্য হারিয়ে ফেলে সোজা পড়লেন মাটিতে। ব্যাস তারপর আর কি! তার পরেই সেই ভিডিও ভাইরাল।
যদিও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার হাসিমুখে উঠেও পড়েন।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রচুর পরিমাণে। ভিডিয়োটি ‘উত্তর প্রদেশ ডট ওআরজি নিউজ’-সহ একাধিক ভেরিফায়েড হ্যান্ডল থেকে শেয়ার হয়েছে।
হাতির পিঠে যোগব্যায়াম! সাধারনত এমন দৃশ্য দেখাই যায় না।কিন্তু এবার তারই দেখা মিলল। ‘হাতির পিঠে ব্যায়াম’ এই ব্যাপারটি দেখার জন্য ওইদিন ওখানে কিছু জন উপস্থিত ছিলেন। আর তাঁরাই বাবা রামদেবের ভিডিও করছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়ে হাতির পিঠ থেকে পড়ে গেলেন তিনি। যিদিও তাঁর খুব একটা লাগেনি।পরবর্তীতে ধুলো ঝেড়ে তিনি নিজেই আবার সটাং করে উঠে দাঁড়ালেন। তাঁর এমন অবস্থা দেখে হাসি চাপতে পারেননি বাকিরা। তবে রামদেবও বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন।
তবে এটা প্রথমবার নয়। কৌশল দেখাতে গিয়ে তিনি বেকায়দায় পড়েছেন বহুবার। যেমন কিছুদিন আগেই তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হয়। বৃষ্টির মধ্যে সাইকেল চালাতে গিয়ে পিঁছলে পড়ে যান তিনি। এইবারেও হাতির পিঠে কৌশল দেখাতে গিয়ে হাসির পাত্র হলেন তিনি। তবে তাঁর এই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৮২ হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে রিটুইট আর কমেন্টও চলছে সমান তালে।