বারংবার ধর্ষণ তথা হত্যার ঘটনায় সামনে এসেছে উত্তরপ্রদেশের নাম। সম্প্রতি হাথরাসের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।তীব্র সমালোচনার তোপ উগড়ে পড়েছিল ইউপির যোগী সরকারের ওপর।খোদ হিন্দু রাজ্যেই নারী অবহেলিত বলে প্রতিবাদে সরব হয়েছিল রাজনৈতিক দল থেকে শুরু করে আমজনতা সকলেই। এবার সেই হিন্দু রাজ্যে নারী সুরক্ষা প্রতিষ্ঠিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করলেন যোগী আদিত্যনাথ। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সব থানাগুলিকে নারী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একটি আলাদা ডেস্ক তৈরি করার নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সাথে বৈঠকে, নারী সুরক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা অনুয়ায়ী,রাজ্যের নারী সুরক্ষার্থে এক নব উদ্দ্যোগ নিয়েছে যোগী সরকার। যার নাম স্থির হয়েছে ‘শক্তি’। যা ১৭ই অক্টোবর থেকে কার্যকর করা হবে।সরকারি তরফে জানানো হয়েছে, মূলত রাজ্যে নারী নির্যাতন এবং নারীদের সুরক্ষা সুনিশ্চত করতেই এই উদ্দ্যোগ। পাশাপাশি ওই সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যের সকল জেলা ম্যাজিস্ট্রেটদের এই উদ্দ্যোগ কার্যকর করার নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য ‘শক্তি’র এই নয়া উদ্দ্যোগে সামিল হবেন বেসরকারী- মধ্য- উচ্চশিক্ষা, এমএসএমই, এবং সরকারী -বেসরকারী এজেন্সি মিলিয়ে মোট ২৩ টি বিভাগ।তবে যোগী সরকারের এ সিদ্ধান্তকে, সমালচনার কোপ আটকানোর নতুন পন্থা হিসেবে মনে করছেন, বিরোধী দলের একাংশে।