29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    কোভিড আবহে অসাধারণ কাজের ‘পুরস্কার’ দ্বিগুণের ও বেশি ভোট পেয়ে ফের জয়ী জেসিন্ডা আরডার্ন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই নিয়ে দ্বিতীয়বার ফের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। প্রতিপক্ষ জুডিথ কলিন্সকে বিপুল ভোটের তফাতে হারিয়ে সাধারণ নির্বাচনে তিনি পুনরায় জয়ী হলেন। প্রত্যাশা অনেক আগেই ছিল, তবে তার বাস্তবায়ন ঘটল ভোটের ফলাফলের দিন।ভোট গননার সময় দেখা গিয়েছে, লেবার পার্টির ঝুলিতে এসেছে মোট ৪৯ শতাংশ ভোট। এবং তাঁর প্রতিপক্ষ দল অর্থাৎ ন্যাশনাল পার্টি পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট। অর্থাৎ দ্বিগুণের ও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে জেসিন্ডা আরডার্নের দল।

    দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসে খুশির জোয়ারে মেতে উঠেছেন জেসিন্ডা সহ তাঁর শাসকদল। তিনি জানিয়েছেন যে, ‘ভোটে হারলে দলের কোনও পদেই আর থাকবেন না। সাধারণ কর্মী হয়ে কাজ করবেন’। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো দল নিউজিল্যান্ডে এরকমভাবে বিপুল ভোটে জয়লাভ করল।

    আরও পড়ুন: দেশবাসীকে সতর্ক করতে নিজের হাতেই মাস্ক বানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন

    মূলত দুটি ইস্যুকে কেন্দ্র করে এবার নির্বাচনের পথে হেঁটেছে নিউজিল্যান্ড। প্রথমত, করোনার মতো মহামারীর বিরুদ্ধে যুদ্ধ। আর দ্বিতীয়ত, সন্ত্রাসবাদ দমনে লড়াই।মূলত গত সেপ্টেম্বর মাসেই এই সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারনে তা পিছিয়ে যায়। নিউজিল্যান্ডে গত ৩ অক্টোবর থেকে আগাম ভোটে ১০ লাখের ও বেশি মানুষ অংশ নিয়েছিলেন।

    ২০১৯-এর মার্চ মাসে ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী জেসিন্ডা যেভাবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন এবং দেশের মুসলিম বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাতেই বিশ্বজুড়ে আলোচিত এবং প্রসংসিত হয়েছিলেন তিনি। এছাড়া দেশে বিভিন্ন সংকট চলাকালীন সময় তার নেতৃত্ব, কর্মদক্ষতা আন্তর্জাতিক মহলে আলোচিত এবং প্রসংশিত হয়েছিল।

    শুধু তাই নয়,সেই দেশে করোনা মহামারী দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় বিশ্বজুড়ে তিনি প্রশংসিত হন এবং নিউজিল্যান্ডে এক নজির গড়ে তোলেন। শুধু তাই নয়, চটজলদি এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে মহামারী রুখতেও তৎপরতা দেখায় আরডার্নের সরকার। এছাড়া করোনা-পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও তিনি প্রতিশ্রুতি দেন। ৪০ বছর বয়সী আরডার্নের এই কার্যকরী পদক্ষেপ দেখে নিউজিল্যান্ডের মানুষের তাকে বিপুল ভালোবাসা ও সমর্থন জানিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করলেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...