দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সন্ত্রাসবাদীদের নৈশভোজ চলাকালীন বিমান হামলা। আর সেই হামলাতেই খতম সাত আল-কায়েদা জঙ্গি। এমনটাই দাবি মার্কিন সেনার। সিরিয়ায় মার্কিন এয়ারস্ট্রাইকে মারা গিয়েছে আল-কায়েদার ৭ শীর্ষ নেতা।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর বেথ রিওর্ডান বলেন, ইদলিবে ওই এবারস্ট্রাইক করা হয়েছে। ২২ অক্টোবরের এয়ারস্ট্রাইকে ওই সাত জঙ্গি নেতা খতম হয়েছে বলে দাবি করলেও, তাদের নাম এখনও স্পষ্ট ভাবে জানতে পারেনি ওয়াশিংটন।
ওয়াশিংটনের দাবি, এই সাত আল-কায়েদার নেতার মৃত্যু খুই তাত্পর্যপূর্ণ। এর ফলে মধ্য প্রাচ্যে জঙ্গি হামলার ঘটনা কমবে বলেই মনে করা হচ্ছে। এভাবেই একে একে আল-কায়েদা সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে টার্গেট করা হবে বলেও জানিয়ে দিয়েছে আমেরিকা। এখনো পর্যন্ত ওই বিমান-হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সিরিয়ার।


সূত্রের খবর, সিরিয়ার সালকিন এলাকায় জাকারা নামে একটি গ্রামে নৈশভোজের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের মিটিং চলছিল। আর সেই বৈঠক লক্ষ্য করেই হামলা চালানো হয়। মৃতদের মত্যে সিরিয়ার বাইরের ৫ জঙ্গি রয়েছে বলেও সূত্রের খবর।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি সিআইপি এক প্রতিবেদনে বিভিন্ন দেশের অস্ত্র বিক্রির পরিসংখ্যান তুলে ধরেছে। দেখা গেছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে এই পাঁচ বছরে ব্যাপক পরিমাণ অস্ত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিক্রি করা হয়েছে।