দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এপার বাংলার পর্যটন নগরী শিলিগুড়ি থেকে ওপর বাংলার রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে খবর ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ২৬ মার্চ এই যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন।
ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে শিলিগুড়ি-ঢাকা রুটের এই যাত্রীবাহী ট্রেনের নামকরণ ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই এই সম্প্রীতি রেলের নামকরণ। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের পর্যাপ্ত কোচ না-থাকায় আপাতত ভারতীয় রেকেই এই যাত্রীবাহী রেল সার্ভিস চালু করা হবে। তবে সপ্তাহে ক’দিন জারি থাকবে এই ট্রেন চলাচল তা এখনও ঠিক করা হয়নি।
প্রস্তাবিত রুট ম্যাপ অনুযায়ী রাত ৮ (বাংলাদেশী) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে সকাল ৭ টা নাগাদ ভারত সীমান্ত ক্রস করবে। আর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে শিলিগুড়ি স্টেশনে পৌঁছানোর আনুমানিক সময় স্থির হয়েছে। ‘মৈত্রী এক্সপ্রেস ট্রেনের’ যাত্রীদের মতই ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনেই ইমিগ্রেশেন ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টম চেক শিলিগুড়ি স্টেশনে করা হবে।
তবে এই সম্প্রীতি এক্সপ্রেস এর নামকরণ নিয়ে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, শিলিগুড়ি-ঢাকা যাত্রীবাহী ট্রেন ২৬ মার্চ থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রেনটির নামকরণ বঙ্গবন্ধুর নামে করার ব্যাপারে একটি প্রস্তাব আছে। তবে ট্রেনের নামকরণের বিষয় নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। এটা আন্তর্জাতিক ট্রেনের নামকরণ প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই করা হবে বলে তিনি জানান।