দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের বিদেশমন্ত্রক সৌদি আরবের নতুন ব্যাংক নোট দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সৌদির নতুন মুদ্রায় দেশের ভুল মানচিত্র ছাপা হয়েছে। ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। এতেই ক্ষুব্ধ হয়েছে বিদেশমন্ত্রক। ভারতের অসন্তোষের কথা জানানো হয়েছে সৌদি’র বিদেশমন্ত্রককে।
উল্লেখ্য, সৌদি আরবে এবারের জি-২০ (G-20 SUMMIT) সম্মেলন হতে চলেছে। সেই সম্মেলনের দিন ঠিক করা হয়েছে আগামী ২১ ও ২২ শে নভেম্বর। সেই সম্মেলন উপলক্ষেই ২৪ শে অক্টোবর এই নতুন রিয়াল নোটটি ছাপা হয়েছিল। নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদ এবং ২০২০ সালের জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে, অন্যদিকে রয়েছে সারা বিশ্বের মানচিত্র। আর সেখানেই বিকৃত ভারতীয় মানচিত্র ছাপা হয়েছে। দেশের মানচিত্র থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে।
এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জম্মু-কাশ্মীর এবং লাদাখ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তা ভালভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিষয়টি সৌদি আরবের প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি সেদেশের বিদেশমন্ত্রককেও এবিষয়ে অবগত করা হয়েছে। নয়াদিল্লিতে সৌদির দূতাবাসের পাশাপাশি রিয়াধের মন্ত্রকেও জানানো হয়েছে। দ্রুত ভুল সংশোধন করার কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানকে চাপে রাখতে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্দেশ্যে গত বছর সৌদির রাজকুমার মহম্মদ বিন সলমনকে স্বাগত জানাতে প্রোটোকলের তোয়াক্কা না করে দিল্লি বিমানবন্দরেও গিয়েছিলেন তিনি।
সে সময়ে ভারতের প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এরপরে আবার সৌদির রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন মোদি। সেই সূত্রেই বিদেশমন্ত্রকের আশা, খুব শিগগিরিই আবদুল্লাজিজ আল সৌদের দেশ তাদের ভুল শুধরে নেবে।