32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    দ্বিতীয়বার করোনায় প্রাণ যাচ্ছে আগের থেকে বেশি, ব্রিটেনে এক মাসের লকডাউনের প্রস্তাব

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কিছুতেই করোনার দাপট কমানো যাচ্ছে না ইউরোপে। সংক্রমণ রুখতে একমাসের জন্য ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ব্রিটেন এমনটাই সূত্রের খবর। এমনকি এর আগে লকডাউনের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে এমনই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস ন। জনসনের আশা, নভেম্বর মাসে দেশজুড়ে লকডাউন চলার পর ক্রিসমাসের আগে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে; আর তখনই শিথিল করা হবে এই মূহুর্তে বলবত্‍ রাখা নিয়মকানুন। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহ থেকেই আবার গৃহবন্দি হয়ে যাবেন ব্রিটিশ নাগরিকরা।

    প্রসঙ্গত, এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় (Second wave) টলমল করছে গোটা ইউরোপ। ইতিমধ্যে স্পেন জরুরি অবস্থা জারি করেছে। এর আগে জার্মানি, ইটালিও ফের বিধিনিষেধ কড়াকড়ি করেছিল। ইংল্যান্ডও আবার সেই পথে হাঁটতে চলেছে। দ্বিতীয় লকডাউনের কারণ হিসেবে পরিসংখ্যান বলছে ইউরোপে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার করোনার হানাতে প্রাণ যাচ্ছে পূর্বের তুলনায় বেশি সংখ্যক মানুষের। তাই তাকে বাগে আনতে ফের লকডাউনের পরিকল্পনা ব্রিটিশ প্রশাসনের।

    উল্লেখ্য এর আগে স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন খানিকটা কঠোরভাবেই জানিয়েছিলেন যে দেশে আর কোনওভাবেই লকডাউন জারি করা হবে না। তবে আগামী সোমবার থেকে গোটা নভেম্বর দেশবাসীকে বন্দিদশায় কাটাতে হলেও ছাড় থাকবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ প্রশাসন।

    উল্লেখ্য, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) সতর্কবার্তা অনুযায়ী, সংক্রমণ এই হারে চলতে থাকলে দৈনিক মৃতের সংখ্যা চার হাজার ছুঁয়ে ফেলতে পারে। আর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির গোড়ায় সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এখনিই কড়াকড়ি না করলে তা করোনার ধাক্কা সামাল দেওয়া মুশকিল। এর পাশাপাশি হাসপাতালগুলিতে চিকিত্‍সার পর্যাপ্ত পরিসর নাও থাকতে পারে। সে কারণে লকডাউনের প্রস্তাব।

    যদিও ব্রিটেনে সম্পূর্ণ লকডাউন করা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্যাবিনেট বৈঠকে তা স্থির হবে। তবে বিশেষজ্ঞদের মতে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই আসন্ন বিপদের গভীরতা বুঝে, অবস্থান বদল করে লকডাউনের পক্ষেই মত দিচ্ছেন সেকারণে দেশ জুড়ে লকডাউনের সম্ভাবনা ৯৯%।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...