দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা ভাইরাস এবং হৃদযন্ত্রের সমস্যা, এই দুয়ের সম্পর্ক নিয়ে নানান মতামত জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। তাঁরা বলছেন, এই ভাইরাস সরাসরি হৃদযন্ত্রের পেশিতে আঘাত হানে, পরিণামে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে হৃদযন্ত্র। অনেক ক্ষেত্রে আবার হৃদযন্ত্রে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার কাজেও প্রতিবন্ধকতা তৈরি করছে কোভিড ১৯ ভাইরাস।
পর্যবেক্ষণে দেখা গিয়েছে কখনও বা আবার করোনা’র আক্রমণের জেরে হৃদযন্ত্রটি ফুলে যাচ্ছে, এই আয়তন বৃদ্ধির কারণে রোগীর মৃত্যু ত্বরাণ্বিত হচ্ছে। করোনা নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে তেমনটাই করোনার নতুন নতুন সংক্রমণ ধরা দিচ্ছে। করোনার বিভিন্ন উপসর্গের কথা আগেই শোনা। তবে এবার হৃদযন্ত্রে ও আঘাত হানছে করোনা ভাইরাস।
করোনা ভাইরাস যে শ্বাসযন্ত্রের ক্ষেত্রেই সমস্যা তৈরি করে তাকে বিকল করে দেয় তা নয়, সম্প্রতি নানান পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা জানাচ্ছেন যে শ্বাসযন্ত্রের পাশাপাশি হৃদযন্ত্রেও থাবা বসাচ্ছে এই ভাইরাস। যার জেরে হৃদযন্ত্রের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ছে রোগীর মৃত্যুর হার।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস রক্তপরিবাহী নালি গুলিকে আঘাত করে তাদেরও আয়তন বাড়িয়ে দিচ্ছে। এর ফলে দেহের স্থানে স্থানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, শেষ স্তরে এসে হার্ট অ্যাটাকের মুখে পড়ছেন রোগীরা।
আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এই প্রসঙ্গে করা সমীক্ষা বলছে যে, কোভিড ১৯-এ আক্রান্ত ২৫ থেকে ৩০ শতাংশ রোগীর মধ্যে এই হৃদযন্ত্রের বিকল হয়ে যাওয়ার বিষয়টি চোখে পড়ছে। তবে শুধুই যে গুরুতর ভাবে অসুস্থ রোগীদের হৃদযন্ত্র বিকল হয়ে যাচ্ছে, এমনটা নয়! মৃদু উপসর্গযুক্ত কোভিড ১৯ রোগীর ক্ষেত্রেও সুস্থ হয়ে যাওয়ার পরে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে।আবার অন্য বেশ কিছু ক্ষেত্রের দেখা যাচ্ছে, নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে, এমন রোগীর হৃদযন্ত্রেও কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।