দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় যেখানে জর্জরিত গোটা বিশ্ব সেখানে টানা ২০০ দিন করোনা মুক্ত থেকে, সমগ্র বিশ্বে এক আলাদা দৃষ্টান্ত গড়লো তাইওয়ান। সেখানে দীর্ঘ ২০০ দিন ধরে নতুন করে করোনার কোনও কেস ধরা পড়েনি। কার্যত করোনা বিহীনই বলা চলে তাইওয়ান। সমীক্ষা বলছে তাইওয়ানে শেষ করোনা কেস ধরা পড়েছিল ২২শে এপ্রিল,২০২০। তারপর আর কোনো নতুন করোনা আক্রান্তের খবর মেলেনি।
কোভীড অতিমারির প্রাথমিক খবর পেতেই তাইওয়ান সরকার জারি করেছিল কড়া বিধিনিষেধ। কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল তাইওয়ানে সমস্ত প্রবেশ পথ।অন্যান্য জায়গার সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছিল তাইওয়ানে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি ভ্রমণেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা।
হু এর নির্দেশানুসারে, সরকারি তরফে বাধ্যতামূলক করা হয় প্রাথমিক স্বাস্থ্য বিধিও। বিধিনিষেধে ফলও দিয়েছিল অনেক। ছোটো এই দ্বীপে করোনার সর্বাধিক আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন এবং সর্বোচ্চ মৃত্যের সংখ্যা ছিল দাঁড়িয়েছিল মাত্র ৭ জন।
ঘটনা প্রসঙ্গে, অস্ট্রেলিয়ার ন্যাশানাল স্কুলের পিটার কলিগন জানান, “বিশ্বের এই কোভিড সময়ে পরিস্থিতি সামালে তাইওয়ান অন্যতম সক্রিয় এবং সক্ষম ভূমিকা পালন করেছে, যা সত্যিই দৃষ্টান্ত মূলক”।