দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস টুইট করে জানালেন সম্প্রতি তিনি কোভিড পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন। এখনও পর্যন্ত তিনি শারীরিক ভাবে সুস্থ এবং কোনও উপসর্গ এখনও তাঁর মধ্যে দেখা যায়নি রবিবার হু প্রধান টুইটারে এই তথ্য জানিয়েছেন।
নিজস্ব টুইটার হ্যান্ডেলে ঘেব্রেইয়েসাস বার্তা লিখেছেন, ‘‘কোনও এক Covid-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলাম বলে চিহ্নিত হয়েছি। আমি সুস্থ আছি এবং কোনও উপসর্গ দেখানা দিলেও হু-এর নীতি মেনে আগামী কয়েক দিন বাড়ি থেকেই কাজ করব।’’
উল্লেখ্য,জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে সমগ্র বিশ্বে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৪.৬ কোটি ছাড়িয়ে গিয়েছে। রবিবার এই সংখ্যাটি ছিল ৪৬,১১০,৮০১। বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯৫,৯৩০।
প্রসঙ্গত, গত ১১’ই মার্চ করোনা ভাইরাস সংক্রমণের জেরে কোভিড-১৯ উপসর্গকে অতিমারী ঘোষণা করে হু। এখনও পর্যন্ত সর্বোচ্চ রোগীর তালিকায় প্রথম স্থানে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে ব্রাজিল। অন্যদিকে এই মূহুর্তে নিউজিল্যান্ড (৯০%) ও তাইওয়ান (১০০%) করোনা-মুক্ত দেশ হিসেবে বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করেছে।
অন্যদিকে ইউরোপে করোনা’র দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ব্রিটেন, স্পেন ও ফ্রান্সে এক মাসের জন্যে আবার লকডাউনের ঘোষণা হয়েছে। এছাড়া গত শনিবার আমেরিকায় বিশ্বের সর্বোচ্চ দৈনিক সংক্রমিত’র রেকর্ড তৈরি হয়েছে। ওইদিন সংক্রমিত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।