দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হ্যালোউইন বা বাঙালির ভূত চতুর্দশী। যদিও এদেশ অপেক্ষা, বিদেশেই এই উৎসবের চল বেশি। এবার সেই উৎসবে সামিল খোদ নাসাও। হ্যালোউইন উপলক্ষে এদিন, একটি মহাজাগতিক লন্ঠেনর ভিডিও প্রকাশ করে নাসা।


সম্প্রতি হ্যালোউইন উপলক্ষে নাসা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, বেশ কিছু মহাজাগতিক ছবি তথা ভিডিও প্রকাশ করে। যার একটা ছবিটা দেখা যাচ্ছে, সূর্যের মতোই তেজস্বী মৃত এক নক্ষত্রের বাইরের অংশ। ছবিতে যা রূপ পাচ্ছে একবারে ভুতুড়ে লজেন্সের আদতে।
পাশাপাশি নাসা প্রকাশিত অপর ছবিটা দেখতে একেবারে ভুতুড়ে লন্ঠন আকৃতির। আদতে যা দুই ছায়াপথের সংঘর্ষের ছবি! দুই ছায়াপথ পরস্পরের মিশে যে আউটলাইন তৈরি করেছে,তা দেখতে ভুতুড়ে লন্ঠন সাদৃশ্য। ভুতুড়ে লন্ঠন হল কুমড়ো কেটে, নাক-মুখের আদল কেটে তৈরি করা লন্ঠন।যা তৈরি করা হয় কেবল হ্যালোউইনেই। এছাড়াও মহাজাগতিক একটি ছবিকেও সনিফিকেশনে সাজিয়েও, নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নাসা।
এখানে ক্লিক করে দেখুন সেই ভিডিও
কথিত আছে হ্যালোউইনের দিনে জেগে ওঠেন সকল আত্মা। মহাজগৎ থেকে এদিন ধরণীতে নেমে আসেন তারা। বিজ্ঞান ভিত্তিতে এর কোনও ব্যাখ্যা না থাকলেও লোকবিশ্বাস এই উৎসবের চল বেশ পুরানো। হ্যালোউইনের রাত্রিতে নানান ভুতুরে সাজে সেজে, বাড়ি বাড়িতে ট্রিট চাওয়া হোক কিংবা কুমড়ো দিয়ে তৈরি ভুতুড়ে লন্ঠন! সবে মিলিয়ে রীতিমত ভুতুড়ে আমেজে সেজে ওঠে গোটা পরিবেশ।