দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি ‘ভারতের বাতাস নোংরা’ এমন মন্তব্যে ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রধান ডোনাল ট্রাম্প। এদিন ট্রাম্প, নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ তথা ভারতের পরিবেশ নিয়ে বলেন, ‘ভারত, রাশিয়ার মতো দেশের স্বচ্ছতার অবস্থা খারাপ। ভারতের বাতাসেই নোংরা ভরে রয়েছে।
আমেরিকার আসন্ন ভোটে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্ব উষ্ণায়ন। সেই কথা প্রসঙ্গেই আলোচনা করতে গিয়ে উদাহরণস্বরূপ তিনি ভারত, চীন, এশিয়ার সহ আরও বেশ কয়েকটি দেশর পরিবেশের অবস্থার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, এদিন ট্রাম্প প্যারিস পরিবেশ চুক্তি প্রসঙ্গও টেনে এনে বলেন, প্যারিস চুক্তিতে আমেরিকা যুক্ত হলে,বাণিজ্যিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হত আমেরিকা।তবে এটাই প্রথম নয় এর আগেও ভারত সম্পর্কে বেফাঁস মন্তব্যে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তারপর আবার এরম মন্তব্যে ফের বিতর্কিত হন তিনি।
প্রসঙ্গত, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যেখানে বন্ধুত্বপূর্ণ সেখানে ট্রাম্পের হঠাৎ ভারত নিয়ে এমন কটাক্ষ কেন! তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।