দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিজ্ঞানীদের আশঙ্কাই সত্যি হতে চলেছে। নিজের চরিত্র পরিবর্তণ করছেন করোনা ভাইরাস। সেই সাথে সংক্রমণ হওয়া মানুষের শরীরে উপসর্গও প্রত্যেক দিন নিজের চরিত্র বদল করে চলেছে। যার ফলে ভাইরাসের মিউটেশন ভ্যাকসিন (Covid-19 Vaccine) প্রোগামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে, বিষয়টি ধরা পড়েছে জন্তু জানোয়ারের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণে হওয়া বদল নিয়ে।
ইতিমধ্যে ডেনমার্ক এ ১৮ মিলিয়ন প্রায় ১ কোটি ৮০ লক্ষ ইঁদুর মারার পরিকল্পনা করেছে। মানুষের মধ্যে করোনা ভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে এবার ডেনমার্ক সরকার ইঁদুরদের শেষ করতে চলেছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ডেনমার্কের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, স্বাস্থ্য আধিকারিকরা মানুষ ও ইঁদুরের মধ্যে করোনা ভাইরাসের বেশ কিছু লক্ষণ দেখতে পেয়েছেন, যা অ্যান্টিবডির প্রতি সংবেদনশীলতা হ্রাসের ইঙ্গিত দেয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন আরও জানিয়েছেন যে , দেশের মানুষের প্রতি আমরা দায়িত্ববান সেই সাথে বিশ্ববাসীর জন্যেও। তাই এখন করোনা ভাইরাসে যে বদল পাওয়া গিয়েছে, তা অন্যান্য দেশে যাতে ছড়িয়ে না পড়ে তাই বাকি দেশের জন্যেও ডেনমার্কের বড় দায়িত্ব রয়েছে ।
অন্যদিকে WHO-র এক আধিকারিক জেনেভায় একটি বয়ানে জানিয়েছেন, ডেনমার্কে ইঁদুর থেকে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। আর সেই সংক্রমণের জন্যে দায়ী করোনা ভাইরাসের চরিত্রে বেশ কিছু বদল দেখা গিয়েছে। যা সমগ্র বিশ্বের জন্যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
ডেনামর্কের আধিকারিকরা জানিয়েছেন, নতুন ভাইরাসের এখনো পর্যন্ত পাঁচটি মামলা মিঙ্ক ফার্মে ও মানুষের মধ্যে মোট বারোটি কেস সামনে এসেছে। এই মূহুর্তে দেশে প্রায় ১.৫ কোটি থেকে ১.৮ কোটি ইঁদুর রয়েছে। ভেটেনারি ও ওয়াইল্ড লাইফ মেডিসিনের এক অধ্যাপক জানিয়েছেন যে তাঁর মতে দেশ জুড়ে ইঁদুর মেরে ফেলা ঠিক সিদ্ধান্ত হবে। এটাই একমাত্র পথ দেশ জুড়ে বাড়তে থাকা করোনা’র প্রকোপ আটকানোর। তা না হলে পুরো বিষয়টি হাতের বাইরে চলে যাবে। সেই সাথে নতুন করে বিশ্ব আবার চুড়ান্ত করোনা ঝুঁকির মুখোমুখি হবে।