দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অত্যাধিক দূষনযুক্ত এলাকায়, কোভিডে মৃত্যুর হার বেশি। সম্প্রতি একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো বিজ্ঞানীদের।বায়ুদূষণ যেমন আমাদের শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে তেমনই করোনার ক্ষেত্রে ও সর্বাধিক প্রভাবিত হয় আমাদের ফুসফুস। ফলত: করোনা আক্রান্তদের জন্যে, এই দূষিত বায়ু যে মৃত্যুর দূত তা বলার অপেক্ষা রাখেনা।
দূষিত বায়ুতে যে পরিমাণ দূষণের মাত্রা বাড়বে, তাতে আরও বাড়তে পারে কোভিডের সংক্রমণ। সম্প্রতি একটি গবেষনায় এমনই এক তথ্য তুলে ধরলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা জানান, যে এলাকার বায়ু মারাত্মক দূষিত সেখানকার কেউ কোভিড আক্রান্ত হলে সেক্ষেত্রে সেই স্থানে করোনায় মৃত্যুর হার বেড়ে হতে পারে ১১ শতাংশের বেশি।
পাশাপাশি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, বায়ুর দূষনের হ্মেত্রে গাড়ির ধোঁয়া ছাড়াও বিভিন্ন সূত্র থেকে নির্গত দূষিত কণা ২.৫ মাইক্রোমিটার পর্যন্ত পাওয়া যায় বাতাসে। যদি কোনও কারনে এই মাত্রায় হেরফের হয় মৃত্যুর হার ১১ শতাংশ বেড়ে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি এরাজ্যেও কলকাতা হাইকোর্টের তরফে এবছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সমস্ত প্রকারের আতস ও শব্দ বাজি।কালীপুজোর সময়কালে বাজির দাপটে বায়ুদূষনের মাত্রা এক ধাক্কায় বেড়ে যায় অনেকটা। এবারে করোনা পরিস্থিতিতে, রোগীদের জন্য, এই বিষাক্ত বায়ু হতে পারে মৃত্যুরদূত।ফলত সরকারি তরফে জারি হয়েছে নিষিদ্ধতা। পাশাপাশি প্রশাসনিক তরফেও দূষন নিয়ন্ত্রণ বিষয়টি খতিয়ে দেখবার কথাও বলা হয়েছে।