দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উষ্ণ আবহে ভয় বাড়ছে গবেষকদের।অত্যাধিক গরম আবহাওয়ায়, সময়ের আগেই জন্ম নিচ্ছে শিশু। ফলত বাড়ছে শিশুমৃত্যু হার। সম্প্রতি জোহানেসবার্গের উইটস রিপ্রোডাকটিভ হেল্থ অ্যান্ড এইচআইভি ইনস্টিটিউটের সমীক্ষায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মূলত কোনও দেশের শিশুদের স্বাস্থ্য কেমন হবে অনেকাংশে প্রভাব ফেলে সেখানকার জলবায়ু।
তবে সমসাময়িক সময়ে দেখা যাচ্ছে, কিছু দেশের মাত্রাতিরিক্ত উষ্ণ আবহাওয়ায়, সময়ের আগেই ভূমিষ্ঠ হচ্ছেন শিশুরা। যার দরুন পাঁচ বছরেরে মধ্যেই মৃত্যুও হচ্ছে তাদের। ডক্টর ম্যাথু চেরজি এবং তাঁর দলের গবেষণা বলছে, মূলত তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহু শিশু মাতৃগর্ভে সম্পূর্ণ রূপে বিকশিত হওয়ার পূর্বেই ভূমিষ্ঠ হচ্ছে। এবং এতে করে তারা শারীরিকভাবেও যেমন হচ্ছেন দূর্বল তেমনই তাদের আয়ুও হচ্ছে স্বল্প।আর এই প্রিম্যাচিওর বার্থ রেটের জন্য দায়ি অত্যধিক উষ্ণ আবহাওয়া।
সমাজের সর্ব স্তর, যথা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মিলিয়ে মোট ৭০টি দেশে এই বিষয়ে সমীক্ষা চালানো হয়। গবেষকের ওই দল জানান পৃথিবী যদি এইভাবেই উষ্ণ হতে থাকে, তাহলে এই প্রিম্যাচিওর বার্থ তথা শিশুমৃত্যুর হার প্রতি ১ সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে ৫ গুণ বেড়ে যাবে।