দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চিন-ভারত সংঘাতের জেরে ভারতের পক্ষ থেকে দেশে বাতিল করা হয়েছিল একাধিক চিনা অ্যাপ।সেই তালিকায় নাম ছিল, পৃথিবীর অন্যতম জনপ্রিয় গেম পাবজিরও। শোনা যাচ্ছে, এবছরের ডিসেম্বরেই ভারতে ফিরে আসতে পারে জনপ্রিয় গেম পাবজি।
TechCrunch নামের একটি ওয়েবসাইট তরফে বলা হয়েছে, PUBG-র প্রস্তুরকারকেরা ভারতে গেমটি ফের লঞ্চ করার জন্যে আমেরিকার মাইক্রোসফট-এর সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি সাক্ষর করেছেন।
চিনের সাথে সংঘাতে গত সেপ্টেম্বরে ভারতে পাবজি গেম নিষিদ্ধ করেছিল মোদী সরকার।তবে তার পরেও বহু মানুষের মোবাইলে চলছিল এই গেম। পরবর্তীকালে ৩০ অক্টোবরে পাবজি সংস্থাটির পক্ষ থেকে ভারতীয় সার্ভার বন্ধ করে দেওয়া হয়। পুনরায় ভারতে পাবজি চলা হওয়ার সংবাদ ইতিমধ্যেই সারা ফেলেছে পাবজি প্রেমীদের মধ্যে। বেজায় খুশি পাবজি প্রেমীরা।