দ্য ক্যালকাটা মিরর: আগামী কাল দীপাবলি। আলোর উৎসব উপলক্ষ্যে গোটা দেশ সেজে উঠেছে। দীপাবলির আলোয় সমস্ত অন্ধকার, হতাশা ও অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে জীবনের নতুন দিশা দেখাক সময় এমনটাই চাইছেন ভারতবাসীরা। এবার ভারতের পাশাপাশি বিদেশেও পালিত হচ্ছে অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার উত্সব ‘দীপাবলী’। মার্কিন গায়িকা মেরি মেলবিন দীপাবলি উপলক্ষ্যে গাইলেন ‘ওম জয় জগদীশ হরে’।


মেরি মিলবিনের ওই গান ইউটিউবে প্রকাশ পেতেই তা মূহুর্তে ভাইরাল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও মেরি ওই গান শেয়ার করেন। ওই গানে লেহেঙ্গা চোলি পড়ে ভারতীয় বেশে যীশু খৃষ্টের সামনে দাঁড়িয়ে গান গাইছেন। যে দৃশ্য দেখে আপনারও শরীরের রোমও খাড়া হয়ে যাবে।
গায়িকা মেরি মিলবিনের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও দীপাবলি উপলক্ষ্যে তাঁর দেশের মানুষকে শুভেচ্ছা জানান।
করোনা আবহের মধ্যে প্রত্যেকে যাতে সুস্থ থেকে দীপাবলি পালন করেন, সেই বার্তাই দেন ট্রুডো। পাশাপাশি এবার যাতে প্রত্যেকে ভার্চুয়াল দীপাবলি পালন করেন, সেই বার্তাও দেন ট্রুডো।
ট্রুডো’র টুইট: