দ্য ক্যালকাটা মিরর: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ব্যারাক ওবামা কলম ধরেছেন আর লিখছেন ও ‘অপ্রিয় সত্য’। নিজের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন থেকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন, ওবামার সোজা সাপটা কথার তিরের নিশানা থেকে কেউ বাদ পড়েননি। এবার সেই বইয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের প্রসঙ্গও টেনেছেন ওবামা। আর তাঁর দর্শনে যা উঠে এসেছে তা এই মূহুর্তে কংগ্রেসের জন্যে মোটেও ‘সুখ শ্রাব্য’ নয়। ওবামার লেখা বইয়ের রিভিউ প্রকাশ হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। আর সেখান থেকেই জানা গিয়েছে এই তথ্য।
ওই বইটির নাম “আ প্রমিস ল্যান্ড”। ওই বইয়ে রাহুল গান্ধী সম্পর্কে ওবামা যা লিখেছেন তাতে কিছুটা হলেও অস্বস্তিতে প্রাক্তন কংগ্রেস সাংসদ। এমনকি সেই উক্তি খুব একটা পছন্দ হবে না কংগ্রেস সমর্থকদেরও। উল্লেখ্য, শেষ বার রাহুলের সঙ্গে যখন ওবামার সাক্ষাত্ হয়, তখন তিনি আর প্রেসিডেন্ট নন। ২০১৭ সালে সস্ত্রীক ভারতে এসেছিলেন। টানা দু’বার প্রেসিডেন্ট থাকার পর তখন তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ওই সময় রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতায় ছিলেন ওবামা। রাহুল গাঁধীও সেই কথোপকথন নিয়ে টুইট করে লিখেছিলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে বারাক ওবামার সঙ্গে’। ওবামার সঙ্গে সেই বৈঠকে যে তিনি আপ্লুত, সে কথাও রাহুলের টুইট থেকে বোঝা গিয়েছিল।
কিন্তু রাহুল গান্ধী যে ইমেজ হালফিলে তৈরি করার চেষ্টা করছেন, সেটাও এবার অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ রাহুলের প্রসঙ্গে ওবামা লিখেছেন – “a nervous, unformed quality about him, as if he were a student who’d done the coursework and was eager to impress the teacher but deep down lacked either the aptitude or the passion to master the subject.”
এর অর্থ ওবামা রাহুল গান্ধীকে ক্লাসের এমন ছাত্রের সঙ্গে তুলনা করেছেন যে তাঁর পড়াশোনা করে এসেছে ও টিচারদের ইমপ্রেস করার চেষ্টা করছে কিন্তু আসলে তাঁর মধ্যে বিষয়টি ঠিক করে রপ্ত করার দক্ষতা ও প্যাশনের অভাব রয়েছে। এটিকে নার্ভাস, আনফর্মড কোয়ালিটি বলে মনে করেন ওবামা। এক কথায় রাহুল কপি ক্যাট কিন্তু দক্ষ নন।
বলাই বাহুল্য ভারতে বেশ কয়েক বছর ধরেই রাহুল গান্ধীর বিচক্ষণতা ও ব্যবহারিক বুদ্ধি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে এমন কী তাঁর দলে অনেকও তা মনে করেন। অনেকে মনে করছেন বিরোধীদের হাত শক্ত হল ওবামার এই উক্তিতে। ইতিমধ্যে লাগাতার দুইবার লোকসভা ভোটে তাঁকে সামনে রেখে ভোটে লড়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এমন কী এবার বিহার নির্বাচনে যখন দল ডুবছে তখন তিনি দেশের অন্য অংশে ছুটিতে ঘুরছেন। এমন কী পারিবারিক দূর্গ আমেঠি থেকে হারলেও কেরালার ওয়েনাড থেকে জেতেন তিনি। সুতরাং তাঁর এই খামখেয়ালী কে স্কুলের বাচ্চাদের সাথে তুলনা করে ওবামাও ঘুর পথে তাকে ‘পাপ্পু’ বল্লেন বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
ওবামার লেখা বইটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার। তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন দু’বার ভারতে এলেও ওবামার বইয়ে তিনি জায়গা পেয়েছেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই। বইটি প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে ওবামা কিছু লিখেছেন কি না তা জানা যাবে। আর এখন সেই আশাতেই বুক বাধছেন কংগ্রেস সমর্থকরা।