28 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ‘ভূতচতুর্দশী’ ও ‘ফ্রাইডে দ্য থার্টিন’ এবার একদিনে! দিনটা অন্যরকম কেন জেনে নিন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শাস্ত্র অনুযায়ী কালীপুজোর ঠিক আগের দিন ভুত চতুর্দশী পালন করা হয়। বলা হয় ওই দিন নাকি ভুতেদের দিন। ভুতেদের আনাগুনা ওইদিন লেগেই থাকে। শুধুমাত্র লোকমুখে নয়, পুরাণেও লেখা রয়েছে এই ভূতচতুর্দশীর কথা। সেখানে স্পষ্টভাবেই লিখিত রয়েছে, এইদিনে আত্মা, ভূতপ্রেত -এর আনাগোনার কথা৷ এ রাতেই নাকি সুযোগ বুঝে এদিক-ওদিক গাছের ওপর, মাঠে আনাচে কানাচে, পুকুরের জলাধারে আবছায়ারা খেলা করে। লোকের মুখে মুখে এই ভুতেদের সাক্ষাতের কথা অনেকেই শুনে থাকবেন। তাই এই ভূতচতুর্দশী ব্যাপারটা মোটেই হালকা করে নেওয়ার বিষয় নয়। তবে এবারে একটু অন্যরকম ভাবে ভুত চতুর্দশী পালিত হবে। এবারে দেশীয় ভূতেদের সঙ্গে একেবারে বিদেশি ভূতেদের সঙ্গে পার্টি! কী অবাক হচ্ছেন তো?

    এবার গল্পটা খুলে বলা যাক। গল্পটা হলো আজ অর্থাৎ শুক্রবার ১৩ ই নভেম্বর হলো সেই ভয়ানক ফ্রাইডে দ্য থার্টিন৷ হলিউডের বিভিন্ন ছবিতে, বিদেশি লেখাতে যে ১৩ তারিখের শুক্রবার হলো সবচেয়ে ভয়ঙ্কর একটি দিন। আর সেই দিনকে আরোও বেশী ভয়ানক বানানোর জন্য ভূতচতুর্দশী সঙ্গে তাকে জোড়া হয়েছে। এই ডবল ভুতেদের কারবার খুবই ভয়ানক হতে চলেছে।

    তবে কী এই ‘ভূতচতুর্দশী’ ও ‘ফ্রাইডে দ্য থার্টিন’? এবার আসল গল্পে আসা যাক। শাস্ত্রমতে, ‘নরকাসুররূপী বলি রাজা কালীপুজোর আগের দিন মানে ভূতচতুর্দশী তিথিতে পরলোক থেকে মর্ত্যে আসেন পুজো নিতে। তবে তিনি একা নন, সঙ্গে আসেন রাজার অসংখ্য সহযাত্রী। তবে এই সহযাত্রী হিসেবে কারা আসে জানেন? এক ঝাঁক ভূত প্রেতরা। যেহেতু ভূতেরা অন্ধকার ভালোবাসে, আলোতে তাঁদের অ্যালার্জি, সেহেতু তাদের দূরে রাখতে জ্বালানো হয় প্রদীপ। এই দিনে তিথিটি থাকে চতুর্দশী তাই এই দিনে জ্বালানো হয় ১৪ প্রদীপ। এই প্রদীপগুলি আসলে জ্বালানো হয়  পিতৃপুরুষ, প্রেতাত্মা, ধর্ম, রুদ্র, বিষ্ণু, অরণ্যের দেবতাদের জন্যই’।

    এ তো গেল ভুত চতুর্দশী। এবার ‘ফ্রাইডে দ্য থার্টিন’ কি! তা জেনে নেওয়া যাক। তবে এর পেছনেও রয়েছে এক বিস্তর গল্প। আসলে, বিলেতে ফ্রাইডে থার্টিন হলো অপয়া বা খারাপ একটি দিন। গল্পে রয়েছে,’ এই শুক্রবার যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, অ্যাডম ও ইভ এই শুক্রবারেই খেয়েছিলেন নিষিদ্ধ ফল৷ আর ১৩ হচ্ছে শয়তানের সবচেয়ে প্রিয় নম্বর। জুডাসেরও প্রিয় নম্বর ছিল ১৩। এছাড়া ১৯২৭ সালে অ্যামেরিকার স্টক এক্সচেঞ্জে যেদিন ধ্বস নেমেছিল সেদিনটিও ছিল শুক্রবার৷ এই সবই ১৩ নম্বর এই দিনটাকে গোটা দুনিয়ায় কু-খ্যাত ও বহিস্কৃত করেছে।

    তাই নিজের বাড়িকে এই অপআত্মা, ভুত-প্রেত, ডাকিনী এদের থেকে বাঁচাতে দীপাবলির আলোর রোশনায় সাজেই তুলুন আপনার বাড়িঘর। আপনার বাড়িঘর, এবং পরিবারের সুখ ও সুস্থতাকে বজায় রাখতে প্রদীপ জ্বালিয়ে পালন করুন এই দিনটি৷ কারণ, কোনও অন্ধকারই সুস্থ ও স্বাভাবিক নয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...