দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রিয় পদের নাম শুনলে অনেকই সেই স্বাদ অনুভব করতে পড়েন পদ কে না দেখেই। কিন্তু এবার প্রিয় খাবারের নাম শুনে কোমা থেকে জেগে ওঠার ঘটনা ঘটেছে তাইওয়ানে। নিজের প্রিয় চিকেনের পদের নাম শুনে দুর্ঘটনায় আহত এক কিশোর গভীর কোমা থেকে জেগে উঠল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ‘চিউ’ নামে ওই কিশোর দুর্ঘটনায় আহত হয়ে ৬২ দিন কোমায় ছিল। গত জুলাই মাসে তাইওয়ানের সিনচু কাউন্টিতে ভয়ঙ্কর স্কুটার দুর্ঘটনায় আহত হয় ওই কিশোর। ওই ৬২ তম দিনে হাসপাতালে তাকে দেখতে গিয়ে কিশোরের ভাই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ওই কিশোরের প্রিয় ‘চিকেন ফিলেট’-এর কথা বলে। আর তাতেই ম্যাজিকের মতো ঘটনা ঘটে। স্বল্প কিছুক্ষণের মধ্যেই কোমা থেকে বেরিয়ে আসেন ওই কিশোর।
হাসপাতালের এক নার্স জানিয়েছেন, ‘চিকেন ফিলের’ কথা শোনা মাত্রই ওই কিশোরের পালসের ধীরে ধীরে উন্নতি হতে থাকে। আর সবাইকে অবাক করেই জ্ঞান ফিরে আসে কিশোরের। আর এর পাশাপাশি কিশোরের শারীরিক অবস্থাতেও লক্ষণীয় উন্নতি দেখা যায়।
তার বেশ কয়েকটি অঙ্গে গুরুতর আঘাত লাগে হাসপাতালে নিয়ে আসার পর চিকিত্সকরা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন। এতে কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গভীর কোমায় চলে যায় সে। হাসপাতালে থাকাকালীন লিভার, কিডনি সহ ছ’টি জটিল অস্ত্রোপচার হয় ওই কিশোরের।
চিকিত্সকরা জানিয়েছেন, একে একে চিউ-এর অঙ্গগুলির চিকিত্সা করা হচ্ছিল। বেঁচে থাকার জন্য প্রবল ইচ্ছাশক্তি ছিল বলেই চিউ কোমা থেকে বেরিয়ে এসেছে বলেও মনে করছেন চিকিত্সকরা। হাসপাতালের নার্সরা জানিয়েছেন, ওই কিশোর হাসপাতালে থাকাকালীন আগাগোড়া সেখানে থেকে তার জন্য প্রার্থনা করেছে ওই কিশোরের পরিবার।
মজার বিষয় একটি চিকেন ফিলেট এর সহায়তায় বেঁচে ওঠা চিউ এখন সম্পূর্ণ সুস্থ। সম্প্রতি ধন্যবাদ জানানোর জন্য হাসপাতালের চিকিত্সক, নার্স এবং অন্যান্য কর্মীদের একটি উপাদেয় কেক-ও দিয়ে আসে সে।