দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কথাতেই আছে মাছেভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালি আর নুন ছাড়া আলুভাত ব্যাপারটা একদমই মানা সম্ভব নয়। তবে এবার কি বাঙালির প্রিয় সেই মাছেও করোনা বাসা বাধল! করোনা নিয়ে আতঙ্কের রেশ এখন ও কাটেনি। প্রতিদিনই আক্রান্তের সংখ্যাটা বেড়েই চলেছে।তবে
সম্প্রতি একটি ঘটনা সামনে আসাতে সবাইকেই চমকে দিয়েছে।
হ্যাঁ, মাছেও মিলেছে করোনা ভাইরাস। এমনটাই দাবি করেছে চীন। চীনের দাবি কলকাতা থেকে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে মিলেছে করোনাভাইরাস। সম্প্রতি কলকাতার একটি সংস্থা থেকে চীনে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে করোনাভাইরাসের হদিশ মিলতেই কলকাতার সেই ভারতীয় সংস্থার থেকে ইতিমধ্যেই সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি করা স্থগিত করেছে চীন।
এ প্রসঙ্গে এক চীনা সংবাদমাধ্যম জানিয়েছেন, ‘আইন অনুযায়ী কলকাতার সেই সংস্থার সঙ্গে এক সপ্তাহের জন্য খাদ্যপণ্য আমদানি বন্ধ রাখছে চীন।’ তবে জানা যায়, কলকাতা থেকে আমদানি করা মাত্র ৩ টি মাছের প্যাকেটে ছিল করোনাভাইরাস। ওই আমদানির সঙ্গে যে-সমস্ত কর্মী জড়িত ছিলেন ইতিমধ্যেই তাঁদের করোনা পরীক্ষা করার ব্যবস্থা করেছে চীন সরকার।
চিনের সংবাদমাধ্যম দাবি করেন, এই প্রথমবার নয়, এর আগেও ভারত থেকে আমদানি করা মাছে মিলেছে করোনার জীবাণু। জানা গিয়েছে, এর আগে উত্তর চীনের শাংসি প্রদেশের তাইউয়ান শহরে হেয়ারটেল প্রজাতির মাছের প্যাকেটে মিলেছিল করোনাভাইরাস।