25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করতে বৈঠকে বসলেন ট্রাম্প! মরণ কামড় দিতে চাইছে বিদায়ী প্রেসিডেন্ট

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মানসিক সমস্যাতে ভুগছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ভোটের ফলকে তিনি আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন, কিন্তু একের পর এক মামলা কোর্টে খারিজ হয়ে গিয়েছে। চোখের সামনে নিজের ক্ষমতা হস্তান্তরে একেবারেই রাজি নন তিনি। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী আগামী বছরের ২০ জানুয়ারির পর আর হোয়াইট হাউসে থাকতে পারবেন না ট্রাম্প। আর সে দিনই হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবেন বিডেন-হ্যারিস। কিন্তু এই মূহুর্তে ট্রাম্প মরণ কামড় দিতে চাইছেন। আর সেটাই মার্কিন সহ সারা বিশ্বের জন্যে মোটেই সুখকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    সূত্রের খবর হারের পরেও বিদায়ী প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না। তিনি এমন কিছু পদক্ষেপও করতে চাইছেন, যা বিপাকে ফেলতে পারে নতুন বাইডেন প্রশাসন, এমনকী আমেরিকাকে। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত দেশের বৈদেশিক নীতি ও সম্পর্কে গুরুতর আঘাত হানতে পারে বলেই গোপন সূত্রে খবর।

    একটি মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে চেয়েছিলেন। সেই পত্রিকা এই দাবি করেছে যে বৃহস্পতিবার ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস, নতুন প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার, জেনারেল মার্ক মাইলি, যুগ্ম চিফ অফ স্টাফের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই নাকি তিনি জিজ্ঞেস করেন যে, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো সম্ভব কিনা!‌

    ওই বৈঠকে উপস্থিত জাতীয় নিরাপত্তা বিভাগের আমলারা ট্রাম্প কে বোঝান, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালালে কী কী সমস্যা হতে পারে। ইরান পাল্টা হামলা চালাতে পারে। ওই এলাকার স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এর পরেই গুরুত্ব বুঝে শান্ত হন ট্রাম্প। যদিও হোয়াইট হাউস অবশ্য এই নিয়ে মন্তব্য করতে চায়নি।

    হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে আমেরিকার গোয়েন্দা বিভাগ এই বৈঠকের আগে জানিয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে। আমেরিকা সহ বন (BON) দেশগুলোর সঙ্গে এই সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, তা উপেক্ষা করে অনেক বেশি পরিমাণ ইউরেনিয়াম মজুত করছে ইরান। এই কথা জানার পরেই ইরানে হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে ট্রাম্প যেভাবে ক্রমশ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছেন তাতে বিশ্বের যে বড় ক্ষতি হতে পারে সেটা আশঙ্কা করে উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞ মহল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...