দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেখতে দেখতে এক বছর হয়ে গেল,এই ভাইরাস পৃথিবীতে থাবা বসিয়েছে। কিন্তু তবুও করোনার কোনো ভ্যাকসিন বা সঠিক কোনো চিকিৎসার খোঁজ মেলেনি।চেষ্টায় ব্রতী বিজ্ঞানমহল।করোনায় বিশ্বজুড়ে পুনঃসংক্রমনের সংখ্যাটা বেড়েই চলেছে আর তাতে প্রান ও হারাচ্ছেন বহু মানুষ। করোনা নিয়ে লড়াই করছেন বহু মানুষ। তবে এবার করোনা নিয়ে এক চমকে দেওয়ার মতো কাজ করলেন আমেরিকার এই ব্যক্তি।
তাঁর নাম গ্রোভার উইলসেন। তিনি করোনা মহামারীর কবলে পড়ে ভর্তি আছেন হাসপাতালের আইসিইউতে। চিকিৎসা চলছে দফায় দফায়। শরীরে তার নল লাগানো। নাকে লাগানো অক্সিজেন মাস্ক। জীবনের লড়াইয়ে ক্রমশ লড়ছেন। লড়াইটা জয় করতে পারবেন কিনা জানা নেই।তবে হাসপাতাল কর্মীদের কাজকে শ্রদ্ধা জানাতে হাতে ভায়োলিন তুলে নিলেন গ্রোভার।
ভায়োলেন বাজিয়ে হাসপাতালে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যারা চেষ্টা করে চলেছেন তাঁকে বাঁচানোর, দিন রাত যারা তাঁর সেবায় রয়েছেন তাদের সকলকে ভায়োলেন বাজিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।
ভিডিও শেয়ার হয়েছে ট্যুইটার হ্যান্ডেলে। ব্যাস তার পরেই তা ভাইরাল। ভিডিওটি দেখেই সকলের চোখে জল এসেছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাধারন মানুষ।তবে এরকমটা প্রথম নয়।কোভিড রোগীদের এই রকম প্রাণ ভরা কাজ আগেও দেখা গিয়েছে। তবে মৃত্যু মুখে দাঁড়িয়ে গ্রোভারের এই ভায়োলিন বিশ্ববাসীর মন জয় করেছে ইতিমধ্যে।