দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাকিস্তান সরকারের সম্প্রতি নেওয়া একটি সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। পাকিস্তান সরকারের তরফে জানানো হয়
ইন্টারনেটের সমস্ত ডিজিটাল মাধ্যম তথা কন্টেন্টে নজরদারি করা হবে।এমনকি ইসলাম-বিরোধী কোনো কিছুতেই হতে পারে কোটি কোটি টাকার জরিমানাও। এমনকি জরিমানার সীমা ছাড়াতে পারে ২৩ কোটির ঘরও।
পাকিস্তানের এই সিদ্ধান্তে সরব হয়েছে গুগল, ফেসবুক তথা ট্যুইটারের মতোন বড় বড় ডিজিটাল প্লাটফর্মগুলি। তাদের মতে মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বরদাস্ত হবে না। প্রয়োজনে পাকিস্তান থেকে পরিষেবা বন্ধ করতে পারে গুগল, ফেসবুক, ট্যুইটারের মতো ডিজিটাল সংস্থাগুলি। এই তিন সংস্থা কর্তৃক পাক সরকারকে হুঁশিয়ারি বার্তা দিল এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (AIC)।
উল্লেখ্য,এই সংস্থা গুলি, পাকিস্তান থেকে তাদের পরিষেবা সরিয়ে নিলে নেট বিশ্বে পাকিস্তানের অস্বত্বি থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ওয়াকিবহল মহলের একাংশ। তাই পাক সরকারের ইলেকট্রনিকত ক্রাইমস অ্যাক্ট ২০১৬ পুনরায় বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তারা।