দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আমেরিকার সাথে চুক্তি অনুযায়ী ভারতের হাতে এখন হাই ডেফিনেশন উপগ্রহ চিত্র। আর সীমান্তের নতুন একটি ছবিতেই স্পষ্ট ডোকলামে ফের অশান্তি তৈরি করতে চাইছে চীন। চীনের অনুপ্রবেশ ও আগ্রাসী মনভাবের সাথে যথেষ্ট পরিচিত ভারত। এবার এই চিত্রে দেখ গিয়েছে ভুটানের খুব কাছে নতুন রাস্তা তৈরি করছে চীন। এই রাস্তা ডোকলামের পূর্ব প্রান্তে তৈরি হচ্ছে যা ভুটান সীমান্তের খুব নিকটে।
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রাস্তা ভুটান সীমান্তের ভেতরে আরও নয় কিলোমিটার পর্যন্ত এগোতে পারে। আর এখানেই অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠছে। এই রাস্তা খুব সহজেই চীনা সেনাকে ডোকলাম পৌঁছতে সাহায্য করবে। ভারতের দাবি জোমপেলরি রিজ, যা ডোকলামের সঙ্গে চীনকে যুক্ত করেছে, সেই রাস্তার বিকল্প হিসেবে নতুন রাস্তাটি তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৭ সালে ডোমপেরলি ধরেই ডোকলামে চীনা সেনার অনুপ্রবেশ ঘটেছিল।
এ সেই বিতর্কিত ভূখণ্ড ডোকলাম যেখানে ২০১৭ সালে জুন মাসে চীনা সেনাকে ভারত ভুটান ও চীন সংলগ্ন অংশতে রাস্তা তৈরিতে বাধা দেয় ভারতীয় সেনা। সেখান থেকেই শুরু ডোকলাম সমস্যার। দুই দেশই ওই সীমান্তে তাদের সেনা মোতায়েন করে। আড়াই মাস পর বেজিং ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠকের পর রফা সূত্র বের হয়। পরে চীন ডোকলাম ইস্যুকে ‘ক্লোজড চ্যাপটার’ বলে ঘোষণা করে। তবে সেই চ্যাপ্টার যে আদৌ ক্লোজড হয়নি, তা চীনের এই নতুন অসাধু প্রয়াস তা প্রমাণ করে দিচ্ছে।