দ্য ক্যালকাটা মিরর: হোয়াটসঅ্যাপ সংস্থা নিজেদের ব্লগে এই ফিচারের ঘোষণা করে বলেছে, ‘‘সাধারণত হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের ফোনে সারাজীবনের জন্যই থেকে যায়। পরিবার, বন্ধুদের স্মৃতি এতে ধরা থাকে। তবে আমরা যে মেসেজগুলি পাঠাই, সেগুলির সব ক’টিই যে আজীবন রেখে দেওয়ার মতো, তা নয়। আমরা চাই, হোয়াটসঅ্যাপের চ্যাট যেন সামনাসামনি কথা বলার মতোই অভিজ্ঞতা দেয় ব্যবহারকারীদের। তার মানে সব কথা রেখে না দিলেও চলে। সেই কারণেই আমরা মুছে যাওয়া মেসেজের ফিচারটি চালু করলাম।’’
কিছুদিন আগেই মুছে যাওয়া মেসেজের ফিচার চালু করা নিয়ে কয়েক দিন আগেই ঘোষণা করেছিল হোয়্যাটসঅ্যাপ। সেই মতো বিটা ভার্সানও চালু করা হয়েছিল। তবে এবার ভারতে আসছে এক নতুন ফিচার। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চালু করল তাদের নতুন ফিচার ‘ডিস্যাপিয়ারিং মেসেজ’।
এই ফিচারটি যে কেউ তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে।এই ফিচারটি অন করা থাকলে সাতদিন পর যে কোনো মেসেজ ডিলিট হয়ে যাবে।
শুধু একজনের চ্যাট নয়, একজনের চ্যাট সহ যে কোনো গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে।ফোনে এই অপশনটি অন করার পর যদি কেউ কোনো মেসেজ রেখে দিতে চায়, তা হলে আপনাকে হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা টেক্সট কপি-পেস্ট করে রাখতে হবে।
এবার দেখে নেওয়া যাক যে কী ভাবে এই ফিচারটি চালু করা যায়-
১। প্রথমে অ্যানড্রয়েড, আইওএস বা অন্য অপারেটিং সিস্টেম যুক্ত ফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
২। আপডেট করার পর অ্যাপের চ্যাট উইন্ডো ওপেন করতে হবে।
৩। নির্দিষ্ট কনট্যাক্ট নেম সিলেক্ট করে ডিস্যাপিয়ারিং মেসেজ অপশনটি অন করতে হবে।
৪।অতঃপর হোয়াটসঅ্যাপ ওয়েব, ফোন সবকিছুর ক্ষেত্রেই এটি চালু হয়ে যাবে।