দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশের সব মহিলাদেরকে বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট দেওয়ার বন্দোবস্ত করছে স্কটিশ সরকার। যুক্তিসঙ্গত প্রয়োজনীয়তাকে মান্যতা দিয়ে সেদেশে ট্যাম্পন, প্যাডের মতো স্যানিটারি প্রোডাক্ট বিনামূল্যে সহজলভ্য হচ্ছে। এ বিষয়ে স্কটল্যান্ডের সংসদে সংশ্লিষ্ট আইন পাশ হয়েছে। এই পিরিয়ড প্রোডাক্ট সংক্রান্ত বিলটির প্রস্তাব করেছিলেন স্কটিশ সাংসদ মণিকা লেনন।
সংসদে এই বিল প্রস্তাব করার সময়ে জনৈক সাংসদ মণিকা লেনন বলেন, “স্যানিটারি প্রোডাক্ট বিলাসবহুল পণ্য নয়, এটি একটি প্রয়োজনীয় উপাদান। স্কটল্যান্ডের কোনও মহিলাকেই এবার স্যানিটারি প্রোডাক্ট ছাড়া থাকতে হবে না।” এই আইন অনুসারে সেদেশের সমস্ত ওষুধ বিপণি ও যুবকেন্দ্র, কমিউনিটি সেন্টারে বিনামূল্যে পাওয়া যাবে স্যানিটারি প্রোডাক্ট। গতকাল অর্থাত্ মঙ্গলবারই সেদেশের মন্ত্রিসভায় এই সংক্রান্ত আইন পাশ হয়েছে। বিশ্বজনীন পত্রিকা ফোর্বস এর রিপোর্ট অনুসারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শৌচগারে স্যানিটারি প্রোডাক্ট স্টক করা হবে।
জনৈকা লেনন এও জানিয়েছেন যে বিভিন্ন গণ সংগঠনও যেন একই পন্থা অবলম্বন করে তা নিয়ে সরকারি আধিকারিকরাই নির্দেশিকা দেবেন। এই প্রসঙ্গে স্কটল্যান্ডের মন্ত্রী নিকোলা স্টারগেওন একটুইট বার্তায় লেখেন “এই যুগান্তকারী আইনের পক্ষে ভোট দিতে পেরে গর্ব অনুভব করছি। মহিলা ও মেয়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নীতি।”
উল্লেখ্য আজ থেকে ২ বছর আগে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট সরবরাহ শুরু করে রীতিমতো ইতিহাস গড়ে স্কটল্যান্ড। তারপর সংসদে পেশ হয় এই বিল। এবার সেই বিল আইনে পরিণত হল। খুব স্বাভাবিক ভাবেই এই আইনের কারণে দেশের অগণিত মহিলাদের ঋতুচক্রকালীন সমস্যার সাথে যুঝতে বিশেষ সুবিধা হবে। স্কটল্যাণ্ডের এই ঐতিহাসিক পদক্ষেপকে নেটিজেন সহ সমস্থ বিশ্ব কুর্নিশ জানাচ্ছে।