দি ক্যালকাটা মিরর ব্যুরোঃ এতদিন অবধি যে কৃতিত্ব ও বিতর্কের অধিকারী ছিল আমেরিকা, সেই কৃতিত্বের ভাগীদার হয়ে গেল কমিউনিস্ট শাসনাধীন চিন। ৫০ বছরেরও বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে নিজেদের লাল পাঁচটি তারকাখোচিত কমিউনিস্ট পতাকা প্রতিষ্ঠা করল চিন।
ইতিমধ্যেই সেই ছবি ট্যুইট করেছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুয়িং। চ্যাং’ই-৫ নামে ওই মহাকাশযান যা সুরক্ষিতভাবে পৃথিবীর মাটিতে ফিরে এসেছে সেটাও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবারই চিনের জাতীয় মহাকাশ অভিযান সংস্থা চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করেছে। বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং’ই-৫ এর ক্যামেরা দিয়ে ওই ছবিগুলো তোলা হয়েছে।
১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় আমেরিকাই ছিল প্রথম দেশ যারা চাঁদে কোনও দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় আমেরিকা আরও পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করে ২০১২ সালে নাসা জানায় যে ওই পাঁচটি পতাকা এখনও রয়েছে।
চিনের পতাকাটি ২ মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছেন প্রকল্পটির নেতৃত্ব দেয়া লি ইয়ুনফেং। চাঁদের নিকটবর্তী অংশের উত্তর-পশ্চিম অংশে পতাকাটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে লি।
চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস তাদের খবরে বলেছে যে এই চন্দ্রাভিযান আমেরিকার অ্যাপোলো মিশনের সমান গুরুত্ব রাখে তাদের কাছে।উল্লেখ্য, ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় আমেরিকাই ছিল প্রথম দেশ যারা চাঁদে কোনও দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় আমেরিকা আরও পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করে ২০১২ সালে নাসা জানায় যে ওই পাঁচটি পতাকা এখনও রয়েছে।