25 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সংশোধিত উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার, যৌথ ঘোষণা চীন ও নেপালের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মঙ্গলবার নেপাল ও চীন যৌথভাবে ঘোষণা করে যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সংশোধিত উচ্চতা ছিল ৮,৮৪৮.৮৬ মিটার, যা ১৯৫৪ সালে ভারতের রাধানাথ সিকদারের মাপা পরিমাপের চেয়ে প্রায় ৮৬ সেন্টিমিটার বেশি। উল্লেখ্য, ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পসহ বিভিন্ন কারণে এই উচ্চতা বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, এই বিতর্কের উত্তরে নেপাল সরকার পাহাড়ের সঠিক উচ্চতা পরিমাপ করার সিদ্ধান্ত নিয়েছিল।

    See the source image

    চীনের রাষ্ট্রপরিচালিত জিনহুয়া সংবাদ সংস্থা এক সংক্ষিপ্ত প্রতিবেদনে বলেছে, চীন ও নেপাল যৌথভাবে মঙ্গলবার ঘোষণা করেছেচীন ও নেপাল যৌথভাবে মঙ্গলবার ঘোষণা করেছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। কাঠমান্ডুতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি এই ঘোষণা করেন। বিদেশমন্ত্রী জানান যে নেপাল মাউন্ট এভারেস্টের উচ্চতা পুনরায় গণনা করেছে।

    এই নতুন উচ্চতা আগের পরিমাপের চেয়ে ৮৬ সেন্টিমিটার বেশি। ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা করা পরিমাপ অনুযায়ী, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। চীনের পুরোনো পরিমাপ অনুযায়ী, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার যা নেপালের গণনার চেয়ে চার মিটার কম দেখিয়েছে।

    See the source image

    এর আগে, মিডিয়া রিপোর্ট বলছে ১৯৭৫ এবং ২০০৫ সালে চীনা সমীক্ষকরা মাউন্ট এভারেস্টে ছয় রাউন্ড পরিমাপ এবং বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছে এবং দুইবার শিখরের উচ্চতা প্রকাশ করেছে, যা ছিল যথাক্রমে ৮,৮৪৮.১৩ মিটার এবং ৮,৮৪৪.৪৩ মিটার। তিব্বতী ভাষায়, মাউন্ট এভারেস্ট মাউন্ট কোমোলাংমা নামে পরিচিত।

    ১৯৬১ সালে চীন ও নেপাল তাদের সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে, যেখানে মাউন্ট এভারেস্টের চূড়ার মধ্য দিয়ে সীমান্ত রেখা অতিক্রম করে। মাউন্ট এভারেস্ট ভারতীয় প্লেটের কিনারা এবং ইউরেশীয় প্লেটের মধ্যে সংঘর্ষ এবং সংকোচন অঞ্চলে অবস্থিত, যেখানে ক্রাস্টাল মুভমেন্ট খুব সক্রিয়।

    চীনা বিজ্ঞান একাডেমীর বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানী গাও দেঙ্গি এর আগে চীনা রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেছিলেন, “কোমোলাংমা পর্বতের উচ্চতা সঠিকভাবে পরিমাপ হিমালয় এবং কিংহাই-তিব্বত মালভূমির উচ্চতা পরিবর্তন গবেষণায় বিশেষ সহায়ক।” সুতরাং এই নতুন উচ্চতা আরও একটি থিওরিকে প্রস্তাব করে যেখানে বিজ্ঞানীরা বলেছিলেন টেথিস সাগরের চাপে পাললিক শিলা ভাঁজ খেয়ে হিমালয় তৈরি। আর সেটি ধীরে ধীরে ওপরে উঠছে। এই মূহুর্তে এভারেস্টের সেই উচ্চতা বেড়ে যাওয়া সেই থিওরীকেই সমর্থন করে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...