দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এতদিন অস্ত্র কারবারে একচেটিয়া ছিল আমেরিকা। কিন্তু তাদের পেছনে ফেলে উঠে এসেছে আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র চীন। ভারত-চীন সীমান্তে সংঘাত হোক বা তাইওয়ানে সন্ত্রাসবাদীদের অস্ত্র সরবরাহ বা পাকিস্তানকে অস্ত্রে সাহায্য সবেতেই চীন সংযোগ ভাবাচ্ছে দেশ দুনিয়ার রাষ্ট্রনেতাদের।
বিশ্বের প্রথম দশটি অস্ত্র সরবরাহকারী সংস্থার মধ্যে তিনটি হল চিনের, ছটি আমেরিকা ও একটি ব্রিটেনের৷ সিপ্রি রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর লুসি বেরোদ-সঁদ্রের মতে, “চীনের এই অস্ত্র ব্যবসায় উন্নতি চমক লাগিয়ে দেওয়ার মতো৷ ২০১৯ সালে টোটাল ৫% গ্রোথ হয়েছে তাদের।”
আরো পড়ুনঃ মহাকাশ থেকে ছয় বছর পর ফিরল রকেট, সঙ্গে নিয়ে এল জন্মলগ্নের পাথর
তবে সিপ্রির রিপোর্টে এবার আরেকটি দেশকে উঠে আসতে দেখা গেছে। তা হল ইউনাইটেড আরব এমিরেটস৷ শেখদের দেশ এবার চূড়ান্ত পঁচিশটি স্থানের মধ্যে বাইশতম স্থানে আছে যে সংস্থাটি তার নাম হল ‘এজ'[EDGE]।
মজার বিষয় হল সিপ্রির রিপোর্ট অনুযায়ী প্রথম পঁচিশটি সংস্থার গ্রোথ ২০১৯ সালের শেষে দাঁড়িয়েছে ৮.৫% অর্থাৎ যার মূল্য হচ্ছে ৩৬১বিলিয়ন মার্কিন ডলার। যা নাকি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা কর্মসূচির পঞ্চাশ গুণ।