দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোভিডের বিরুদ্ধে জয়ের পথে ব্রিটেন। শুরু হল গণ টিকাকারণ। সেই প্রক্রিয়ায় ফাইজারের প্রতিষেধক প্রথম গ্রহণ করলেন এক ৯০ বছরের বৃদ্ধা। এতদিন করোনা ট্রায়ালে অনেক স্বেচ্ছাসেবকরা ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু এবার প্রথমবার ফাইজারের করোনা টিকা পেলেন একজন সাধারণ নাগরিক। ব্রিটেনের ৯০ বছরের মার্গারেট কিনানকে করোনা টিকা দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হল ফাইজার-বায়নটেক করোনা টিকার যাত্রা।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখন তিনি সুস্থ। পরের সপ্তাহতেই তাঁর জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে ভ্যাকসিনের জয়ের বার্তা শুনতে চান তিনি। তিনি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছেন, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
আরো পড়ুন: এবার জরুরী ভিত্তিক ব্যাবহারের অনুমোদনের দৌড়ে সামিল ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’!
প্রাথমিক ভাবে চারকোটি ফাইজারের শট কিনেছে ব্রিটেন। দুটি করে ডোজ নিতে হবে, অর্থাৎ দুই কোটি মানুষ প্রাথমিক ভাবে পাবেন। দেশের মোট জনসংখ্যা ৬.৭ কোটি। ব্রিটেনের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভ্যাকসিন গ্রহণ করেন ব্রিটেন নিবাসী মার্গারেট কিনান।
এদিন ব্রিটেনে প্রথম দফায় করোনা টিকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ৮৭ বছরের হরি শুক্ল ও তাঁর স্ত্রী ৮৩ বছরের রঞ্জন। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক পাওয়া যাবে বলে স্থানীয় সূত্রে খবর।