দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল থেকেই ব্রিটেনে শুরু হয়েছে গণ টিকাকরণ। তবে দুই দিন কাটতে না কাটতেই নয়া মন্তব্য ব্রিটিশ স্বাস্থ্য কর্তাদের। গণ টিকাকরণের দ্বিতীয় দিনেই ব্রিটিশ স্বাস্থ্য কর্তারা বলেছেন, “যাদের অ্যালার্জি হওয়ার ইতিহাস আছে, তাদের করোনা টিকা দেওয়া উচিত নয়।”
তবে যাদের কোনোরূপ অ্যালার্জি আছে, তারা কী করবে? তারা কি ভ্যাকসিন পাবে না? হঠাৎ কেনই বা এই কথার উৎপত্তি? এ বিষয়ে তখন জানা গেছে, শরীরে অ্যালার্জি থাকা এমন দুইজন ভ্যাকসিন নেওয়ার পরেই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। তারপরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই কথা জানিয়েছে ইংল্যান্ডের মেডিক্যাল ডিরেক্টের বলেন, “Medicines and Healthcare products Regulatory Agency (MHRA) সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দিয়েছে কারণ দুজনের শরীর খারাপ হয়েছিল টিকা দেওয়ার পর, যদিও এখন দুইজনই সুস্থ হয়ে উঠছে।”
আরও পড়ুন: এবার জরুরী ভিত্তিক ব্যাবহারের অনুমোদনের দৌড়ে সামিল ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’!
প্রসঙ্গত, প্রাথমিক ভাবে চারকোটি ফাইজারের শট কিনেছে ব্রিটেন। দুটি করে ডোজ নিতে হবে, অর্থাৎ দুই কোটি মানুষ প্রাথমিক ভাবে পাবেন। দেশের মোট জনসংখ্যা ৬.৭ কোটি। ব্রিটেনের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভ্যাকসিন গ্রহণ করেন ব্রিটেন নিবাসী মার্গারেট কেনান।
এদিন ব্রিটেনে প্রথম দফায় করোনা টিকা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৮৭ বছরের হরি শুক্ল ও তাঁর স্ত্রী ৮৩ বছরের রঞ্জন। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক পাওয়া যাবে বলে স্থানীয় সূত্রে খবর।