দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বক্তব্য, তারপর ব্রিটিশ পার্লামেন্টের মিনিস্টারদের পিটিশন। তারপরেও লন্ডনের রাস্তায় হয়ে গেছে বড়সর মিছিল। কিন্তু এবার একেবারে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কটাক্ষ করে বসলেন ব্রিটিশ লেবার পার্টির নেতা তনমনজিৎ সিং দেশাই।
এর আগেও কৃষিবিরোধী বিলের বিরোধিতা করে ব্রিটেনে মোদী বিরোধী ঝড় তুলেছিলেন দেশাই। এবার একেবারে পার্লামেন্টের ভেতরে সগর্বে নিজেকে ‘স্বদেশপ্রেমী’ পরিচয় দিয়ে কৃষিবিরোধী বিলের বিরোধিতা করলেন দেশাই।
দেশাইয়ের বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বিবিসি। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে দিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করলেন তনমনজিত। এরই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে এই বিষয়ে ‘ব্লাফ’ দিচ্ছেন সেই মতামত জানিয়েছেন টুইটারের কমেন্ট সেকশনে।
তনমনজিতের টুইটে সাড়া জানিয়েছে নেটিজেনরা। বরিস জনসন কেন মোদী সরকারের প্রসঙ্গে সুর নরম করলো তাই নিয়েও উঠছে সওয়াল। কিন্তু পার্লামেন্ট কক্ষে তনমনজিতের দৃপ্ত কণ্ঠে কৃষক আন্দোলনের পক্ষে আওয়াজ বুঝিয়ে দিচ্ছে যে, দেশ থেকে বিদেশ পর্যন্ত বেশ বিপাকে পড়েছে নমো মোদী।