দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বড়ো ঘোষনা ফাইজারের ভ্যাকসিনের। ফাইজার-বায়োনটেক কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের ক্ষেত্রে রায় দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। গত মঙ্গলবার থেকেই ব্রিটেনে শুরু হয়েছে গণ টিকাকরণের ব্যবস্থা। এখনও কাউর শরীরে মেলেনি পার্শ্বপ্রতিক্রিয়া। তবে একমাত্র যাদের শরীরে অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের একমাত্র এই ভ্যাকসিন নিতে মানা করেছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা।
তবে বর্তমানে এই ভ্যাকসিনের ভূমিকা, পরামর্শ, সুবিধা যাবতীয় সবকিছু মিলিয়েই একটি ভোটগ্রহণ করা হয়, এবং এই ভোট গ্রহনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে – ভ্যাকসিনের পক্ষে পড়েছে ১৭টি ভোট এবং বিপক্ষে ৪টি ও একজন এই ভোটদানে বিরত থেকেছেন।
আরো পড়ুন:কৃষক বিক্ষোভ আপডেট: পাঞ্জাব থেকে নতুন কৃষকের দল দিল্লি যাত্রা শুরু করেছে, পুলিশ সতর্ক
ফাইজার-বায়োএনটেক কোভিড -১৯ টিকাটির সুবিধা কী? এ বিষয়ে কমিটির সদস্য তথা ভ্যাকসিন বিশেষজ্ঞ পল অফিট বলেছেন, “ঝুঁকির পাশাপাশি এই ভ্যাকসিন ব্যবহারের সুবিধাও রয়েছে।” সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভোটে অংশগ্রহণ করেন বিশেষজ্ঞ ও গবেষকরা। ব্রিটেন, কানাডা, বাহরিন ও সৌদি আরব ইতিমধ্যেই ফাইজারের টিকাকে অনুমোদন দিয়েছে। এরপরেই ফাইজার-বায়োনটেক কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের ক্ষেত্রে রায় দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।