দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কর্মক্ষেত্রে ও পেশাগত দিক দিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ঝুঁকির অঙ্ক জানা ছিল না এতদিন। সম্প্রতি বিলেতের একটি সমীক্ষায় সে সম্পর্কে ধারণা করতে পেরেছেন বিশেষজ্ঞরা। দেখা যাচ্ছে, অন্যদের চেয়ে চিকিৎসাকর্মীদের করোনার শিকার হওয়ার ঝুঁকি প্রায় ৮ গুণ বেশি।
কলকাতার একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হোক বা না-হোক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড পজিটিভ হওয়ার আশঙ্কা প্রায় একই। দু’ক্ষেত্রেই সংক্রমিত হওয়ার নজির শতকরা ১২ জনের। অন্য পেশার লোকজনের কোভিড সংক্রমণ নিয়ে অবশ্য কোনও স্পষ্ট ধারণা ছিল না এ যাবৎ। এখন জানা যাচ্ছে, ঝুঁকির এই হার অন্যদের চেয়ে পরিবহণকর্মীদের ২.৫ গুণ, পুলিশ ও সমাজকর্মীদের ২ গুণ, সেলস ও শিক্ষাকর্মীদের ১.৪ গুণ এবং অন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ১.৬ গুণ বেশি। প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষের উপর চালানো বিশাল সমীক্ষার রিপোর্ট বুধবার প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (বিএমজে), যাতে এ ভাবে পেশার নিরিখে ঝুঁকির অঙ্ক কষা হয়েছে ব্রিটেন ও আমেরিকায়।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ওই সমীক্ষার ফল দেখে কলকাতার বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ স্বাস্থ্যবিধি ও সচেতনতা যেহেতু কম আমাদের দেশে, তাই তুলনামূলক সংক্রমণের এই হার পেশা নির্বিশেষে আরও বেশি এখানে। এর প্রমাণ একের পর এক চিকিৎসাকর্মীর মৃত্যুই। সাম্প্রতিক তথ্য বলছে, শুধু পশ্চিমবঙ্গেই অন্তত সাত হাজার চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গিয়েছেন ৮২ জন। বিশেষজ্ঞরা বলছেন, পেশা নির্বিশেষে উপসর্গহীন করোনা-বাহকের সংস্পর্শে আসার ঝুঁকি সবচেয়ে বেশি চিকিৎসকদেরই। সে জন্যই তাঁদের মধ্যে আক্রান্ত হওয়ার হারও সর্বাধিক। পুলিশ, পরিবহণকর্মী ও সমাজকর্মীদের মধ্যেও করোনার থাবা বেশ চওড়া।
আরো পড়ুনঃ কুণাল ঘোষের পর এবার সিবিআই কে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী! কার কার নাম লিখলেন?
বিশেষজ্ঞদের মতে, সব ক্ষেত্রেই ঢিলেঢালা মনোভাবের কারণে করোনা হামলা চালায় পেশা নির্বিশেষে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুইয়ের বক্তব্য, করোনা রোগীর চিকিৎসার ক্ষেত্রে সারা দুনিয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মোটামুটি একই নিয়মাবিধি মেনে চলেন। কিন্তু নন-কোভিড রোগীর চিকিৎসায় প্রথম বিশ্বের দেশের সঙ্গে ভারতের মতো দেশের বিস্তর ফারাক। মূলত সেই ফাঁক গলেই সংক্রমিত হন চিকিৎসাকর্মীরা। তাঁর কথায়, ‘নন-কোভিড রোগীদের চিকিৎসায় উন্নত দেশে অনেক আঁটোসাঁটো করোনা-সুরক্ষা মানা হয়। সেই বিচারে আমাদের দেশে ঝুঁকিটা বিলেতের মতো ৮ শতাংশ হবে না, হবে ঢের বেশি।’
চিকিৎসক সংগঠন ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক রাজীব পাণ্ডে কিংবা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক মানস গুমটার বক্তব্য মোটের উপর নানা প্রান্তের চিকিৎসাকর্মীদের সুরক্ষায় সরকার, প্রশাসন ও নিয়োগকর্তাদের আরও জোর দিতে হবে। এসএসকেএমের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান চিকিৎসক শুভঙ্কর চৌধুরী বলেন, ‘কলকাতার তিনটি হাসপাতালে সমীক্ষা করে দেখা গিয়েছে, চিকিৎসকদের মধ্যে বরং অন্য চিকিৎসাকর্মীদের চেয়ে সংক্রমিত হওয়ার নজির কম। ডাক্তারদের (৭.৯%) চেয়ে নার্সদের (১১.৯%) এবং নার্সদের চেয়ে অন্য স্বাস্থ্যকর্মীদের (১৬.১%) আক্রান্ত হওয়ার হার বেশি।’
মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ সৌগত ঘোষ জানাচ্ছেন, নির্দিষ্টি কিছু পেশার মানুষ বিস্তর মেলামেশা করতে বাধ্য হন। উপসর্গহীন করোনা-বাহকের সঙ্গে সংস্রব হচ্ছে কি না, তা আগাম বোঝার উপায় নেই। সে জন্যই চিকিৎসাকর্মীদের মতো না হলেও পুলিশ, পরিবহণকর্মী, সমাজকর্মী ও শিক্ষাকর্মীদের মধ্যেও ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। তিনি মনে করেন, এর নেপথ্যে গা-ছাড়া মনোভাবও অনেকাংশে দায়ী। সৌগতর কথায়, ‘করোনা সংক্রমণের রাস্তাগুলো না-বুঝে, না-জেনে অথবা বেপরোয়া মনোভাব বন্ধ করা যাচ্ছে না বলেই ছড়াচ্ছে রোগটা।’