দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল রাত থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে গুগলের সার্ভার বসে গিয়েছিল। ভারত সহ বিশ্বের নানা প্রান্তে জিমেল আর গুগল ড্রাইভ এক ঘণ্টা ধরে পাচ্ছিলেন না ব্যবহারকারীরা। জানা গিয়েছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপ।
শুধু তাই নয় একইসঙ্গে বসে গিয়েছিল ইউটিউব, গুগল ক্লাউড, ক্যালেন্ডারের মতো সাইটগুলি। রবিবার রাত দশটা নাগাদ এই সমস্যা শুরু হয়। গুগল জানিয়েছে, তারা সার্ভার ঠিক করার কাজে হাত দিয়েছে। তবে কেন এই সমস্যা তা তারা জানায়নি। যদিও গুগল ২ ঘণ্টার মধ্যে ঠিক করা গেলেও ইউটিউব ঠিক করতে বহু সময় লেগে যায়।
আজ ভারতে অবশেষে সন্ধের মুখে ফের চালু হয়েছে জিমেইল, ইউটিউব। গুগল জানিয়েছে সার্ভার বসে যাওয়ায় ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয়েছে ব্যাপক। এর আগে গত সেপ্টেম্বরে আমেরিকায় বেশ কিছুক্ষণ গুগলের সার্ভার বসে গিয়েছিল।