দ্য ক্যালকাটা মিরর:একবার ভাবুন তো করোনার থেকে বাঁচতে গিয়ে যদি বাকি জীবনটাই কুমীর হয়ে কাটিয়ে দিতে হয়! তাহলে কেমন হবে ব্যাপার টা? কী ভাবছেন মজা করছি? আজ্ঞে না এমনটা আমি নই মনে করছেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো।করোনার ভ্যাকসিন ফাইজার নেওয়ার পর মানবদেহে দেখা যেতে পারে একাধিক অস্বাভাবিক পরিবর্তন।সম্প্রতি ফাইজারের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে এমনই আজব মন্তব্য করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো।
ফাইজারের চুক্তির কথা জানিয়ে দিয়ে তিনি বলেছেন “ফাইজারের টীকা নেওয়ার পর আপনি যদি হঠাৎই সুপারম্যান হয়ে যান বা মহিলাদের হঠাৎ করেই গোঁফ গজায় কিংবা পুরুষরা মেয়েলি গলায় কথা বলতে শুরু করেন, তাহলে সেটা আপনার সমস্যা।”
কারণ হিসাবে তিনি উল্লেখ করেন ফাইজারের চুক্তির কথা। তিনি জানান “ফাইজারের চুক্তিতে সাফ লেখা রয়েছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তারা দায়ী থাকবে না। তাই আপনি হঠাৎ কুমীর হয়ে গেলে সেটা আপনার সমস্যা।”
জানা গেছে এখন শেষ পর্যায়ের ট্রায়াল চলছে ব্রাজিলে। তবে শুরু থেকেই করোনাকে খুব একটা পাত্তা না দিয়ে সামান্য জ্বর বলে উড়িয়ে দিয়ে চলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট । শুধু তাই নয় তিনি নিজেও করোনা টীকা নেবেন না বলেই জানিয়ে দিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন “ভ্যাকসিন পাওয়া গেলে দেশের ইচ্ছুক সবার জন্য তা দেওয়া হবে। তবে আমি ভ্যাকসিন নেব না। অনেকে বলতেই পারেন আমি হয়তো নেতিবাচক উদাহরণ স্থাপন করছি। কিন্তু সেই নির্বোধদের আমি বলব, ইতিমধ্যে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, অ্যান্টিবডি তো তৈরিই হয়ে গিয়েছে, আর নতুন করে প্রতিষেধক নিয়ে কী করব?”
অন্যদিকে ব্রাজিলের সুপ্রিম কোর্ট করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে। তবে কেউ যদি নিজে থেকেই ভ্যাকসিন না নিতে চান তাহলে তাঁকে জোর করা হবে না বলে জানানো হয়েছে।