25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    এবার নতুন আমেরিকার অর্থনীতির মুখ হতে চলেছে ভারতের রাম!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন সোমবার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভারত রামামূর্তিকে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের তিনজন নতুন সদস্যের একজন হিসেবে নির্বাচিন করেন, এই কাউন্সিল প্রশাসনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি নির্ধারণ প্রক্রিয়ার সমন্বয় সাধন করে। বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস এনইসির তিনজন অতিরিক্ত সদস্যের নাম ঘোষণা করেছেন: জোয়েল জুয়া, অর্থনৈতিক নীতির জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী; ডেভিড কাবিন, ডেপুটি ডিরেক্টর এনইসি এবং আর্থিক সংস্কার ও ভোক্তা সুরক্ষা জন্য এনইসি উপ-পরিচালক হিসেবে রামামূর্তি।

    রামামূর্তি রুজভেল্ট ইনস্টিটিউটের কর্পোরেট পাওয়ার প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এপ্রিল মাসে সেনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার কর্তৃক কংগ্রেশনাল ওভারসাইট কমিশনে কাজ করার জন্য নিযুক্ত হন। এর আগে, রামামূর্তি তার ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণার সময় সেনেটর এলিজাবেথ ওয়ারেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এবং তার সেনেট অফিসে ব্যাংকিং ও অর্থনৈতিক নীতির জন্য সিনিয়র উপদেষ্টা ছিলেন।

    আরো পড়ুনঃ করোনা বুলেটিনঃ নতুন সংক্রমণের জেরে বন্ধ হয়ে যাচ্ছে ইংল্যান্ড! নিষেধাজ্ঞা জারি করল একাধিক ইউরোপীয় দেশ

    রামামূর্তির জন্ম ম্যাসাচুসেটসে, তারপর হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল স্কুল থেকে স্নাতক হন। করোনা অতিমারির মাঝে দাঁড়িয়ে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করে তোলার উদ্যোগ আগে থেকেই নিচ্ছে জো-হ্যারিস জুটি। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জো বাইডেন বলেন, এই অভিজ্ঞ সরকারী কর্মচারীদের এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্রুত এবং নির্ণায়ক ভাবে কাজ করার জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে, দায়িত্বশীলভাবে আমাদের অর্থনীতিকে উন্মুক্ত করে এবং মানুষকে কাজে ফিরিয়ে আনতে পারে। প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হ্যারিস শ্রমজীবী পরিবারের জন্য আমেরিকাবাসীকে আগের চেয়ে ভালোভাবে গড়ে তোলার জন্য একটি সাহসী এজেন্ডা শেয়ার করেছেন। আসন্ন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রন ক্লেইন বলেন যে, এই ব্যক্তিরা হোয়াইট হাউজের কর্মী এবং উপদেষ্টাদের একটি চিত্তাকর্ষক দলে যোগ দান করেছে, এদের উপরেই নির্ভর করছে প্রত্যেক আমেরিকানের স্বপ্ন পূরণ।

    এনইসি সদস্য হিসেবে নাম ঘোষণা করার পর রামমূর্তি টুইট করেন, “জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপ-পরিচালক হিসেবে বাইডেন-হ্যারিস প্রশাসনে যোগ দিতে পেরে আমি সম্মানিত। এই সঙ্কটের মধ্য দিয়ে যেতে এবং একটি শক্তিশালী এবং নিরপেক্ষ অর্থনীতি তৈরি করতে আমাদের অনেক কিছু করতে হবে- এবং আমি এই মহান দলের সাথে কাজ করতে পেরে খুবই উত্তেজিত।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...