24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    করোনা ভ্যাকসিন তৈরীতে ‘পর্ক জিলেটিন’! সমস্যাতে ইসলামী বিশ্ব?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইতিমধ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পেরু সহ ইসলামিক দেশ হিসেবে বাহরিন ও । তবে করোনা ভ্যাকসিন নিয়ে মুসলিম প্রধান দেশগুলিতে নতুন এক সমস্যা দেখা দিয়েছে। এশীয় দেশ হিসেবে সিঙ্গাপুরে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও মালেশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম প্রধান দেশের ধর্মগুরুরা নতুন বিতর্কে সামিল। তাদের দাবি করোনার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ‘শুয়োরের মাংসে’র ব্যবহার করা হচ্ছে যা ইসলামে হল নয়! আর তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য এই ভ্যাকসিন অপবিত্র। আর এমনই দাবি করে প্রচার ও শুরু করেছেন একাধিক দেশের ধর্মগুরুরা। 

    উল্লেখ্য বিশ্বের বেশ কিছু ভ্যাকসিন তৈরীর ক্ষেত্রে ‘পর্ক জিলেটিন’ এর ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভ্যাকসিন মজুত ও দীর্ঘদিন কার্যকর রাখার জন্য শুয়োরের মাংসের এই বিশেষ ফ্যাট ব্যবহার হয়ে থাকে। যদিও ফাইজার, মডার্ন, এক্সট্রাজেনেকা-র মতো সংস্থাগুলির দাবি, তারা ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ‘শুয়োরের মাংসের’ কোনও রকম ব্যবহার করেনি। কিন্তু সমস্যা এখানেই যে এখনো বহু এমন সংস্থা আছে যারা ভ্যাকসিন তৈরীর ক্ষেত্রে শুয়োরের মাংস ব্যবহার করা হচ্ছে কিনা সেই সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করছে না। ফলে বেশ কিছু মুসলিম দেশে করোনার ভ্যাকসিন দেওয়া হবে কিনা তা নিয়ে বিরোধ জারি।

    এই প্রসঙ্গে মুসলিম ধর্মগুরুদের একাংশ বলছেন, শুয়োরের মাংসের ব্যবহার হলে এই ভ্যাকসিন মুসলিমদের জন্য শরীয়ত আইনানুযায়ী অপবিত্র। যদিও এই বিষয়টি ইহুদি ধর্ম গুরুরা মানতে নারাজ। এই প্রসঙ্গে ইজরায়েলের রব্বানী সংগঠনের প্রধান রব ডিভিডি স্টেব জানিয়েছেন, “ইহুদি ধর্ম অনুসারে শুয়োরের মাংসের প্রয়োগ হয়েছে এমন জিনিস ব্যবহার করা তখনই যুক্তিযুক্ত, যখন আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ তাদের সামনে কোনো পথ খোলা না থাকলে ভ্যাকসিন নিতে ইহুদিদের ধর্মে কোনওরকম বাধা নেই।”

    আরও পড়ুন: পর্যটক ও যাত্রীদের জন্যে সুখবর! রেলের ওয়েটিং লিস্ট বহাল রয়েছে! ছড়িয়েছে ভুল ব্যাখ্যা!

    যদিও এই প্রসঙ্গে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সচিব সালমান বকার বলেছেন, অর্থোডক্স ইহুদি ও মুসলিম সম্প্রদায় টিকা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছে কারণ বহু ভ্যাকসিন এর ক্ষেত্রেই ‘পর্ক জিলেটিন’ ব্যবহার করা হয়। এই শুয়োরের মাংসের ব্যবহার ইসলাম ধর্ম অনুসারে অপবিত্র। কিন্তু এই মুহূর্তে সারা বিশ্বের টীকার প্রয়োজন। মুসলিমরা টিকা না নিলে নিজেদের কয়ামএই বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদিও পাশ্চাত্যের এই দাবি মালয়েশিয়া, সৌদির ধর্মগুরুরা কোনও যুক্তি মানতে চাইছেন না। ইতিমধ্যে এই সমস্যা এড়ানোর জন্যে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলির বিজ্ঞানীরা ইতিমধ্যে ‘পর্ক জিলেটিন’-এর ব্যবহার ছাড়া করোনা ভ্যাকসিন তৈরীর কাজ শুরু করেছেন বলে সূত্রের খবর।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...