দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের রক্তাক্ত ফ্রান্সের রাজপথ। এবার এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে প্রাণ হারালেন দেশের তিন পুলিশকর্মী। ওই সন্ত্রাসমূলক ঘটনায় জখম হয়েছেন আরও ১৬ জন স্থানীয় মানুষ। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন পুলিশের একটি দল। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। আর তাতেই ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
উল্লেখ্য, ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায্য চেয়ে ফোন করা হয়েছিল। সেই মতো স্থানীয় সময় মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তাঁরা সেই ঘটনাস্থলে পৌঁছান। এরপরেই পুলিশকর্মীরা বন্দুক হামলার শিকার হন। প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হয়। এরপরই আরও দু’জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
প্রশাসন জানিয়েছে, কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।