দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা গ্রাস করেছে গোটা বিশ্ব, এরই মধ্যে নতুন করে কঠিন উদ্বেগের সম্মুখীন পাকিস্তান। ‘মুদ্রাস্ফীতি’র কারণে নাজেহাল ইমরান সরকার। প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে পাকিস্তানি আমজনতার মাথায় হাত। দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগে থেকেই ভয়ানক খারাপ ছিল এবার করোনার লকডাউনের কারণে তা পুরোুরিভাবে ভেঙে পড়ার জোগাড়।
পাকিস্তানে গত এক বছর অস্বাভাবিক ভাবে বেড়েছে আটার দাম।বাদ পড়েনি আদা, গম মতো প্রয়োজনীয় কোনোকিছুই। তবে সে দেশে সর্বাধিক অগ্নিমূল্য ডিম।একটা ডিম ৩০ টাকা! পাশাপাশি আদা হয়েছে ১ হাজার টাকা কেজি, গম ৬০ টাকা কেজি, মুরগির ৩০০ টাকা, এবং ১ কেজি চিনির ১০৪ টাকা।এমনকি রান্নার গ্যাসেও সংকট দেখা দিয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রক কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, পাকিস্তানের প্রায় ২৯.৫ শতাংশ মানুষই দারিদ্রসীমার নিচে বাস করেন। সংখ্যার নিরিখে তা প্রায় সাড়ে পাঁচ কোটি। সেখানে এমন অগ্নিমূল্য বাজার ক্রমশই চাপ বাড়াচ্ছে ইমরান খানের সরকারের উপর। অনেকেই ব্যঙ্গ করে বলতে শুরু করেছেন, দেশের মানুষের খেতে পাওয়ার সুযোগ নেই অথচ প্রধানমন্ত্রী ব্যস্ত ভারতের সাথে সীমান্ত সংঘাতে। এবার ‘ডিমের’ চপেই ইমরান সরকার পড়ে যায় কিনা সেটাই সন্দেহ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।