দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সোমবার অর্থাৎ আজই গণটিকাকরণ শুরু হবে রাশিয়ায়। ইতিমধ্যেই প্রকাশ্যে করোনার টিকা (Corona Vaccine) নিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden)। আর এরপরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও করোনার টিকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।
এ বিষয়ে একটি সাক্ষাৎকারে রুশ সরকারি চ্যানেলকে এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভের কথায়, ‘‘প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি করোনার টিকা নিতে প্রস্তুত। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এতদিন ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করছিলেন।’’
তবে রাশিয়ার দাবি, এটিই পৃথিবীর প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ বিশ্বের একাধিক দেশ এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এমনকী, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যাকসিনে এখনও অবদি ছাড়পত্র পর্যন্ত দেয়নি।
সম্প্রতি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানায়, “বয়স্কদের শরীরে আলাদা করে টিকার ট্রায়াল হয়েছে। সেখানে সাফল্য মেলার পরেই গণহারে টিকাকরণে ছাড়পত্র দেওয়া হয়েছে।” এবং এর ফলেই সোমবার থেকে প্রবীণদেরও এই টিকা দেওয়া শুরু করবে মস্কো।