দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়েছে ডিম ও নুডলস। জানা গিয়েছে, ” সাইবেরিয়ার নোবোডিবিস্কে গত কয়েকদিনে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি হয়ে গিয়েছে। মানুষ ঠান্ডার জেরে বাড়ি থেকে প্রায় বেরোচ্ছে না। এই শহরে গোটা বছরই ঠান্ডা থাকে।”
মোবাইল ফোন বা সোশ্যাল নেটওয়ার্ক সাইট এমন একটি মাধ্যম যার দ্বারা এক মুহুর্তে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় পাওয়া যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা দেশ-বিদেশের নানান জিনিস দেখতে পারি এবং সেই বিষয়ে জানতে পারি। যেকোনো জিনিস সেটা তৈরি করে সোশ্যাল প্লাটফর্মে ছাড়লেই রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া বিভিন্ন কাণ্ডকারখানা আমরা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখতে পাই। এমনই একটি ভিডিও হঠাৎই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে।


সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও হয়ে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি টেবিলে একটি প্লেট রাখা রয়েছে৷ প্লেটের উপর ডিম। হাওয়াতেই ডিমটি জমে গিয়েছে৷ পাশের প্লেটের ছবিটিও ঠিক একই রকম। বাটিতে রাখা রয়েছে নুডলস। চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতেই হঠাৎই তা হাওয়াতে জমে গিয়েছে।
ছবিটি সাইবেরিয়ার নবোডিবিস্কের। গত কয়েকদিন ধরেই সিখানে কনকনে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার জেরেই হাওয়াতে জমে যাচ্ছে জিনিস। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটি ট্যুইটারে ইতিমধ্যেই ছবিটি লাইক পেয়েছে ১৯ হাজারের বেশি।