দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হংকংয়ে গণতন্ত্রকামীদের উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে চীন। গত বুধবার চিন প্রদেশটি থেকে তাইওয়ান পালানোর অপরাধে ১০ জন প্রতিবাদিকে হাজতবাসের নির্দেশ দিল চীনা এক আদালত। এএফপি সূত্রের খবর, গত আগস্ট মাসের ১০ তারিখ একটি নৌকায় করে চীন থেকে তাইওয়ান পালানোর সময় ওই দশজনকে ধরা পড়ে চিনা উপকূলরক্ষী বাহিনীর হাতে।
এরপরই তাদের আদালতে তোলা হলে, চীনা আদলত কর্তৃক ওই দশজনের জেলের সাজা হয়। এর মধ্যে দুজন প্রধান তাং কাই-ইন ও কুইন মুনকে গোটা অভিযানের মুখ্য পরিকল্পক হিসেবে ৩ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে এবং বাকি আটজনকে সাত মাসের জেল।
উল্লেখ্য, গত জুন মাসে হংকং বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে চীন। এবং তার ‘National security legislation for Hong Kong’ শীর্ষক বিলটিতে সই করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ফলে স্বায়ত্বশাসিত প্রদেশটির উপর বেজিংয়ের ক্ষমতা আরও সুদূঢ় হয়।