দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:মানসিক রোগ থেকে মুক্তি পেতে ম্যাজিক মাশরুমের টোটকা।এমনটাই ভেবেছিলেন আমেরিকার বাসিন্দা এক যুবক।কিন্তু এর ফল হল এতটাই মারাত্মক যে টানা ২২ দিন চলল যমে মানুষে টানাটানি।কিন্তু চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির ফলে শেষমেষ প্রাণে বেঁচে যায় ওই যুবক।জানা গেছে এখন তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ তিনি।
জানা গেছে ৩০ বছরের ওই মার্কিন যুবক দ্রুত বাইপোলার ডিসঅর্ডার থেকে মুক্তি পেতে চেয়েছিলেন।সেসময় তিনি কোনো একজনের কাছে সাইক্যাডেলিক মাশরুম যা ম্যাজিক মাশরুমের টোটকার কথা শুনেছিলেন।তাই বাইপোলার ডিসঅর্ডার অসুখের ওষুধ খাওয়া বন্ধ করে,দিয়ে ওই যুবক ম্যাজিক মাশরুম ভরা ইঞ্জেকশন নিতে শুরু করেন।তার জন্য মাশরুমের চা বানিয়ে সেটি ছেঁকে নিয়ে সিরিঞ্জে ভরে তিনি নিজের শরীরে প্রয়োগ করতেন।আর তাতেই একেবারে মৃত্যুমুখে পড়েন তিনি।একটা সময়ে তাঁর রক্তবমি এবং ডায়রিয়া হতে শুরু করে। চামড়া হলুদ হয়ে যেতে থাকে।এমনকি তাঁর শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গও বিকল হতে শুরু করে।
এরপর তড়িঘড়ি তাঁর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।সেসময় তিনি সামান্য কথা বলার মতো অবস্থায়ও ছিলেন না। চিকিৎসা শুরু করতেই, চিকিৎসকরা দেখেন তাঁর রক্তসংবহনতন্ত্রে এই ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।সেসময় টানা ২২ দিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। তার মধ্যে টানা সাতদিন তাঁকে আইসিইউ-তে থাকতে হয়েছিল।
জানা গেছে উপযুক্ত চিকিৎসা পাওয়ার পর ওই যুবক এই মুহূর্তে কিছুটা সুস্থ, হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর এখনও বেশ কিছুটা সময় লাগবে। হাসপাতাল থেকে ছাড়ার সময়ও তাঁকে চিকিৎসকরা দিয়েছেন দীর্ঘ সময়ের ওষুধ। তার মধ্যে রয়েছে অ্যান্টিবয়োটিক ও অ্যান্টি ফাংগাল ওষুধ।