দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জানুয়ারি মাস পড়লেই পৃথিবীর নানা দেশের বরফের চাদরে মােড়া শহর, গ্রামের দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যায়। কিন্তু মরুভূমিতে তুষারপাতের দৃশ্য কি সচরাচর চোখে পড়ে সবার! ঠিক এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকতে সাহারা মরুভূমিতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। সমীক্ষায় জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে তাপমাত্রার হেরফের হচ্ছিল ।
এর আগেও কিছু কিছু জায়গায় বরফ পড়তে দেখা গেছে। কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমির বালির উপর পুরু বরফের আস্তরণ দেখা যায়নি এর আগে কখনো। সেই কারণে খুব উচ্ছসিত স্থানীয় বাসিন্দারাও। মরুভূমির এই নৈসর্গিক সৌন্দর্যের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সােশ্যাল মিডিয়ায়।
আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরুভূমিতেই এই দৃশ্য দেখা গেছে বেশ গত কয়েকদিন ধরে । সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উঁচু আইন সাফরাকে বলা হয় সাহারা মরুভূমির প্রবেশদ্বার । অ্যাটলাস পর্বতশ্রেণি দিয়ে বেষ্টিত এই অঞ্চলে আর্দ্রতার হারই বেশি । এই অঞ্চলেও কিছুদিন ধরে তাপমাত্রা কমে গেছে বেশ অনেকটাই। এখানেও শুরু হয়েছে তুষারপাত । এখানকার স্থানীয় বাসিন্দাদের তােলা নানা ছবিও ভাইরাল হয়েছে সােশ্যাল মিডিয়ায়।
গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির আশেপাশে থাকে। মরুভূমিতে শীতকালে তাপমাত্রা অনেকটাই নেমে যায় । বিশেষ করে সূর্যাস্তের পরে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ে মরুভূমিতে । কিন্তু তুষারপাতের মতাে বিরল দৃশ্য দেখার আশা করেন না কেউই। সােশ্যাল মিডিয়ায় দেখা মরুভূমিতে বরফের ছবি দেখে কেউ কেউ মন্তব্য করেছেন যে, বরফের চাদরে মােড়া সাহারা মরুভূমি স্বপ্নের মতােই সুন্দর।
লেখা: স্নিগ্ধা দে