দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :গতকালই ৪৯ তম মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা দেবী হ্যারিস(৫৬)। উল্লেখ্য মার্কিন ইতিহাসে তিনিই প্রথম মহিলা,যিনি অ্যাফ্রো-আমেরিকান এবং এশিয়ান-আমেরিকান হিসেবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।
এদিন শপথগ্রহণের সময় শপথবাক্যে নিজের নাম ‘কমলা দেবী হ্যারিস’ বলে উল্লেখ করেন তামিলনাড়ুর ভূমিকন্যা তথা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট।এদিন সুদূর মার্কিন মুল্লুকে তিনি যখন শপথ গ্রহণ করছিলেন সেসময় রীতিমতো উৎসবের মেতে উঠেছিল তামিলনাড়ুর তিরুভারু জেলার মান্নারগুড়ি এবং থুলাসেন্দ্রিপুরম। কেউ বাজি ফাটিয়ে তো কেউ আলপনা দিয়ে আবার কেউ ঐতিহ্যবাহী মিষ্টি “মুরুক্কু” বানিয়ে ঘরের মেয়ের জয়ের আনন্দ উদযাপন করেছেন।এদিন গ্রামের চারদিকে ছিল উৎসবের ছোঁয়া।১০ কিলোমিটার রাস্তাজুড়ে ছিল বিশাল আকারের ডিজিটাল ব্যানার। তা সাজানো ছিল ফুল এবং পাতা দিয়ে।এদিন মার্কিন ক্যাপিটল হিলে কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর পর ফাটানো হয় বাজি। বিলি করা হয় ঐতিহ্যবাহী মিষ্টি “মুরুক্কু”।
নতুন দ্বায়িত্ব গ্রহণের পরই কমলা নিজের টুইটারে লিখেছেন, ‘’দ্বায়িত্ব সামলাতে প্রস্তুত’’।টুইটবার্তার পাশাপাশি এদিন তিনি স্মরণ করেছেন তার মা শ্যামলা গোপালনকে। তিনি বলেন, ‘’আজকে এখানে আমার উপস্থিত থাকার জন্য যে মহিলার ভমিকা সবথেকে বেশি তিনি হলেন আমার মা। যে সর্বদাই আমার হৃদয় রয়েছে। মাত্র ১৯ বছর বয়সে তিনি ভারত এসেছিলেন এই দেশে, তিনি মনে প্রাণে আমেরিকাকে ভালবাসলেও হয়ত সে কোনওদিনও এটা কল্পনা করতে পারেননি। ’’
এছাড়াও তিনি ইনস্টাগ্রামে মায়ের স্মৃতি চারণা করে বলেন,”আমার বাবা জামাইকান, মা ভারতীয়, অন্য অনেকের মতো ওঁরাও আমেরিকায় নিজেদের স্বপ্ন খুঁজতে এসেছিলেন।সেই স্বপ্ন টা ছিল নিজেদের নিয়ে। আমি আর বোন মায়াকে নিয়ে। “এছাড়াও তিনি বলেন “মা সবসময় বলতেন, শুধু বসে থেকে কোনও কিছু নিয়ে অভিযোগ কোরো না। বরং নিজে কিছু করো। আমি রোজ নিজের জীবনে সেটা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি। “
জানা যায় নিজেদের সংস্কৃতিকে ধরে ররাখতেই কমলা এবং তাঁর বোন মায়ার সংস্কৃত নাম রেখেছিলেন তাঁদের মা। চেন্নাইয়ের ৩২০ কিলোমিটার দূরে থুলাসেন্দ্রিপুরমে জন্মগ্রহণ করেছিলেন কমলার দাদু পিভি গোপালন। পেনগানাড়ু গ্রামে থাকতেন কমলার ঠাকুমা রাজম। পরে তাঁরা অন্যত্র চলে যান।