দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :তবে কি আসতে চলেছে সেই মহেন্দ্রক্ষণ ! করোনা আতঙ্কে সমগ্র বিশ্ববাসী যখন দিশাহীন তখন আশার আলো দেখাচ্ছে রাশিয়া । মার্কিন সংবাদ সংস্থা CNN জানিয়েছে আগামী ১০ ই আগস্টের মধ্যে রুশ প্রশাসন সরকারি ভাবে প্রথম কোভিড ভ্যাকসিন কে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ।
গামালেই ইন্সটিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ভ্যাকসিনটি তৈরী করেছে । রাশিয়ার সভরেন ওয়েল্থ ফান্ডের প্রধান কিরিল ডিমিত্রিত, ‘করোনার প্রতিষেধক আবিষ্কারকে স্পুটনিক আবিষ্কারের সঙ্গে তুলনা করেছে । রাশিয়া যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে প্রথম করোনা আবিস্কারক দেশ হিসাবে ইতিহাসে নাম লেখাবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ।স্পুটনিকের আবিষ্কার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছিল এক্ষেত্রেও তেমনটাই হবে ।
জুন মাসের ১৮ তারিখে সেচেনভ বিশ্ববিদ্যালয় কোনরনা আকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ।৩৮ জন স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা শুরু করে। আবেদনের দুসপ্তাহের কম সময়ে তার এই অনুমোদন পেতে চলেছে ।
সব কিছু ঠিকঠাক চললে এই মাসের মাঝামাঝি রাশিয়ার বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আর সেপ্টেম্বরে অন্যান্য দেশ এর অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে । প্রথমে করোনা যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হবে তারপর তা দেওয়া হবে সাধারণ মানুষের মধ্যে ।