দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল- কে অপহরণ এবং হত্যার অভিযোগে গ্রেফতার সন্ত্রাসবাদী ওমর সঈদ শেখকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও সম্প্রতি সিন্ধ হাই কোর্টও তার বিরুদ্ধে এই একই রায় দিয়েছিল।সিন্ধ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিন্ধ প্রদেশের সরকার।এদিন তাদের আর্জি খারিজ করে সিন্ধ হাই কোর্টের রায়ই বহাল রাখল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
আজ পাকিস্তানের শীর্ষ আদালতের বিচারপতি মুশির আলমের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি করেছেন।যদিও বেঞ্চের এক বিচারপতি ওমর সঈদের মুক্তির বিরোধিতা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেঞ্চের তরফে হাই কোর্টের রায়ই বহাল রেখে ২০০২ সালে মার্কিন সাংবাদিকের শিরোচ্ছেদ করার ঘটনায় দোষী সাব্যস্ত ওমর সঈদ শেখকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য ভারতে ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কান্দাহার বিমান হাইজ্যাক করার পর পণবন্দি যাত্রীদের মুক্তির বিনিময়ে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারত সরকার। এরপর ২০০২ সালের মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল- কে অপহরণ করে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তার ফাঁসির সাজা হয়।
কিন্তু সম্প্রতি সিন্ধের হাইকোর্ট হত্যার অভিযোগ থেকে সঈদ শেখকে মুক্তি দিয়ে, অপহরণের অভিযোগ বজায় রেখে তার ৭ বছর কারাবাসের নির্দেশ দেয়। একইসঙ্গে বলা হয় যেহেতু ১৮ বছর সে জেলে ছিল, সে কারণে তার কারাবাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে ধরা হবে।
এর সাথেএই কাণ্ডে ওমরের সঙ্গ দেওয়া তাঁর তিন সাথী ফাহাদ নসীম, সালমান সাকিব আর শেখ আদিলকে আদালত মুক্ত করে দেয়। এদেরও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আগে।