দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: মে মাসে লাদাখে চীনা অনুপ্রবেশের প্রত্যাঘাত হিসেবে সারা ভারতবর্ষে বন্ধ হয়েছে জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘টিকটক’। মনে ভেঙে গিয়েছিলো ভারতের কয়েক মিলিয়ন ‘টিকটক’ ইউজারদের। এমনকি গত জুলাই মাসে নিষিদ্ধ হয়েছে এই অ্যাপের লাইট ভার্সনটিও। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ও ‘টিকটক’ এর মাধ্যমে চীন সরকারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হচ্ছে বলে মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘টিকটক’ কে ‘জাতীয় বিপর্যয়’ বলে এটি কে বন্ধ করার বিষয়ে তাঁর একটি সাম্প্রতিক সাক্ষাতকারে জানিয়েছেন। এমত পরিস্থিতিতে তুরুপের তাসটি ছাড়ল ফেসবুক। জনপ্রিয় সোসাল প্ল্যাটফর্ম ‘ইন্সটাগ্রাম’ এ তারা যুক্ত করল নতুন ফিচার। যার নাম ‘রিলস’।
‘রিলস’ আসলে ১৫ সেকেণ্ড শর্ট ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে ‘টিকটকের’ মতই ভিডিয়ো শ্যুট করে প্ল্যাটফর্মে থাকা ইনবিল্ট ফিল্টার দিয়ে তা এডিট করে, সাউন্ড এফেক্ট যোগ করে পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এটি ‘ইন্সটাগ্রামের’ ইনবিল্ট ফিচার হয়ে আসছে। তাই ব্যবহারকারীর অবশ্যই ‘ইন্সটাগ্রাম’ অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকা-ব্রিটেন-জাপান-ভারত সহ বিশ্বের ৫০টি দেশে প্রাথমিক ভাবে আত্মপ্রকাশ করল রিলস। আগামী দিনে গোটা বিশ্বেই এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ফেসবুক তাদের ইউজারদের কাছে এই নতুন পরিষেবা দিতে ‘ইন্সটাগ্রাম’ প্ল্যাটফর্ম এর এক্সপ্লোর পেজ কে নতুন ভাবে সাজিয়েছে। যেখানে রিলস-এর জন্য আলাদা ট্যাব নির্দিষ্ট হয়েছে। এখানে ভিডিও শেয়ার করার জন্যে প্রাইভেট এবং পাবলিক এই দুই ধরনের অ্যাকাউন্ট সেটিংস মিলবে গ্রাহকদের।
শুধু তাই নয়, রিলস প্ল্যাটফর্মে একসঙ্গে রেকর্ড করা বা আলাদা আলাদা রেকর্ড করা একাধিক ভিডিয়ো ক্লিপ জুড়েও একটি বড় ভিডিও শেয়ার করা যাবে। ফোন গ্যালারিতে থাকা ভিডিয়োও সরাসরি এতে আপলোড করতে পারবেন ব্যবহারকারী।শুধুমাত্র নিজের প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকছে না ‘রিলস’। বরং রিলসে তোলা ভিডিয়ো ইনস্টাগ্রাম-স্পেসিফিক অগমেন্টেড রিয়্যালিটি ফিল্টার এবং টুলস দিয়ে এডিট করে তা সরাসরি ইনস্টাগ্রামেও পোস্ট করা যাবে।
রিলস কী টিকটকের প্রতিচ্ছবি? এই প্রশ্নের উত্তরে প্রোডাক্ট ডিরেক্টর (ইনস্টাগ্রাম) রবি স্টেইন জানিয়েছেন, সারা বিশ্বে শর্ট ভিডিয়ো শেয়ারিং জনপ্রিয় করেছে টিকটক। তবে রিলস আর টিকটক, দু’টি একই ধরনের পরিষেবা দেওয়া দুটি ভিন্ন কোম্পানীর পণ্যের মতোই। যেমন পোর্শে আর বেন্টলি’র মধ্যে তুলনা করতে যাওয়া অর্থহীন ঠিক তেমনি এই দুই। ইউজার যেটা ভাল মনে করবেন তিনি সেটাই ব্যবহার করবেন। তিনি আরও বলেন যে- বিশ্বের অনেক বড় বড় বাজার এখনও খালি রয়েছে, যেখানে আমাদের পরেও নতুন দের জন্য বেশ খালি যায়গা পড়ে রয়েছে।
যদিও এর আগে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্ন্যাপচ্যাটের আদলে ইনস্টাগ্রাম ‘স্টোরি’ চালু করে অন্যের ‘আইডিয়া’ কপি করার অভিযোগ উঠেছিল। কিন্তু এই জাতীয় নিন্দায় যে মার্ক জুকেরবার্গ বিশেষ কর্ণপাত করেন না সেটারই প্রমাণ পাওয়া গেল এই ৫ তারিখ অর্থাত্ গত বুধবার।
রবি স্টেইন জানিয়েছেন বর্তমানে চালু হওয়া ‘রিলস’ এর বৈশিষ্ট্যের সাথে সাথেই আগামী দিনে আরও একগুচ্ছ অতিরিক্ত সুবিধা, যেমন লাইভ বা অডিয়ো শেয়ারিং (পডকাস্টিং) এর সুবিধাও সংযুক্ত হবে। এখন ফেসবুক বা ইন্সটাগ্রামের মত রিলস ও কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটা আগামী দিনের ইউজাররা ও সময়ই বলবে।